প্রকাশিত : ৮ ফেব্রুয়ারী, ২০২০ ১৬:৪৩

যশোর সীমান্তে দুই কোটি টাকার স্বর্ণসহ আটক ২

অনলাইন ডেস্ক
যশোর সীমান্তে দুই কোটি টাকার স্বর্ণসহ আটক ২

যশোরের বেনাপোল বড় আচড়া এলাকার ভাংগার মোড় রাস্তার উপর থেকে ৩০টি স্বর্ণের বার উদ্ধার করেছে যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) টহল দল। এগুলোর ওজন তিন কেজি ৪৯৮ গ্রাম।

বিজিবির কর্মকর্তা লে. কর্নেল সেলিম রেজা জানান, দীর্ঘদিন যাবত হুন্ডি, মাদক, চোরাচালান ও স্বর্ণ আটকের নিমিত্তে বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতাসহ অভিযান জোরদার করা হয়েছে। ফলে শুক্রবার রাত ৯টার দিকে বেনাপোল বিওপিতে একটি বিশেষ চোরাচালানবিরোধী অভিযান চালানো হয়। ওই অভিযানে বড় আচড়া ভাংগার মোড় রাস্তার উপর থেকে ৩০টি স্বর্ণের বারসহ দুজনকে আটক করা হয়।

আটকরা হলেন- যশোরের শার্শা উপজেলার বেনাপোল থানা এলাকার বড় আচড়া গ্রামের ইকবাল হোসেন ও ওমর ফারুক৷ জব্দ স্বর্ণের আনুমানিক বাজার দাম দুই কোটি ১৬ লাখ ৮৭ হাজার ৬০০ টাকা। আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।

উপরে