প্রকাশিত : ৯ ফেব্রুয়ারী, ২০২০ ১৬:০০

পঞ্চগড়ে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা করোনা ভাইরাস নিয়ে সকলকে সজাগ থাকার আহবান

অনলাইন ডেস্ক
পঞ্চগড়ে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা করোনা ভাইরাস নিয়ে সকলকে সজাগ থাকার আহবান

জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা আজ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন সভাপতিত্ব করেন। সভায় সাম্প্রতিক সময়ের আতংক সৃষ্টিকারী করোনা ভাইরাস সম্পর্কে স্বাস্থ্য বিভাগসহ সকলকে সজাগ থাকার আহবান জানান জেলা প্রশাসক। এছাড়া যেকোন মূল্যে জেলার আইন জেলার আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের আরও আন্তরিকতারা সাথে কাজ করার আহবান জানানো হয়। সভায় মাদক, জঙ্গি, সন্ত্রাস নাশকতা, নারী শিশু পাচার বিষয়ে আলোচনা হয়।

সভায় সিভিল সার্জন ডা. ফজলুর রহমান জানান, বাংলাবান্ধা ইমিগ্রেশনে আগমনকারী দেশি বিদেশিদের স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। এজন্য চারজন স্বাস্থ্যকর্মী সার্বক্ষণিক কাজ করছে। আতঙ্কিত হওয়ার কিছু নেই। তাদের ইতিহাস জানার পর সন্দেহভাজন মনে হলে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। হাসপাতালে পাঁচটি শয্যা প্রস্তুত রাখা হয়েছে। যা আইসোলেটেড। তবে এখন পর্যন্ত কোন সন্দেহভাজন রোগী পাওয়া যায়নি।

সভায় পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী জানান, তেঁতুলিয়ার ভজনপুরে পাথর শ্রমিকদের আক্রমনের ঘটনায় পুলিশ অত্যন্ত ধৈর্য্যরে পরিচয় দিয়েছে। এটা একটা পরিকল্পিত ঘটনা। এ ঘটনায় দায়ের করা দুটি মামলায় কাউকে অযথা হয়রানি করা হবে না বলে আশ্বস্ত করেন তিনি। যারা প্রকৃত অপরাধী তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নেয়া হবে।

সভায় জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট, সদর উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম, আটোয়ারী উপজেলা চেয়ারম্যান তোহিদুল ইসলাম, পঞ্চগড় প্রেসকাবের সভাপতি সফিকুল আলম,  জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবু সালেক, জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান মনিরা পারভীন এবং জ্যেষ্ঠ সাংবাদিক শহীদুল ইসলাম শহীদ বক্তব্য দেন।

বক্তারা মসজিদগুলোতে ইমামদের সন্ত্রাস, নাশকতা, জঙ্গিবাদ, মাদক, যৌতুক, বাল্য বিবাহ বিরোধী প্রচারণা চালানোর জন্য ইসলামিক ফাউন্ডেশনকে ভূমিকা নিতে অনুরোধ করেন। সভার সভাপতি সকলকে নিজ নিজ অবস্থান থেকে জেলার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণসহ জেলার উন্নয়নে সহযোগিতা করার আহবান জানান। সভায় সভায় জেলা পর্যায়ের কর্মকর্তা ও কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

উপরে