প্রকাশিত : ৯ ফেব্রুয়ারী, ২০২০ ১৬:০৫

বগুড়ার শিবগঞ্জ বেড়াবালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শহীদ মিনার নির্মানের উদ্বোধন।

বগুড়া জেলা প্রতিনিধি
বগুড়ার শিবগঞ্জ বেড়াবালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শহীদ মিনার নির্মানের উদ্বোধন।

বগুড়ার শিবগঞ্জ পৌর এলাকায় অবস্থিত বেড়াবালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শহীদ মিনার নির্মানের উদ্বোধন করা হয়েছে।উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক বিপুল এর উদ্যোগে এ শহীদ মিনার নির্মানের শুভ উদ্বোধন করা হয়।

এতে উদ্বোধক হিসাবে উপস্থিত থেকে শহীদ মিনারের ভিত্তি স্থাপন  করেন প্রবীন শিানুরাগী মোঃ আব্দুল হামিদ। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলার ৮৯নং বেড়াবালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক মোঃ আব্দুস সাত্তার। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ পৌরসভার ২নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ ফরিদ, অত্র বিদ্যালয়ের সভাপতি মোছাঃ হুমায়ারা খাতুন, শিক্ষানুরাগী মোঃ মসিউর রহমান।

প্রধান অতিথি আব্দুস সাত্তার বলেন, বগুড়ার শিবগঞ্জ উপজেলার ৮৯নং বেড়াবালা সরকারি প্রাথমিক বিদ্যালয়টি ১৯৪১ সালে প্রতিষ্ঠিত। আজ ৭৯ বছর পর একটি জাতীয় শহীদ মিনার নির্মানের শুভ উদ্বোধন হওয়ায় আমরা গর্ভিত ও আনন্দিত এবং সেই সাথে এই শহীদ মিনার নির্মানের অন্যতম উদ্যোক্তা উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক বিপুলসহ অন্নান্য অতিথিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সাবেক সভাপতি মোঃ আব্দুল মজিদ, সাবেক অভিভাবক সদস্য মোঃ আব্দুর রাজ্জাক মন্ডল, সাবেক সদস্য মোঃ আলম মন্ডল, সহকারী শিক শ্রী কমল কৃষ্ণ, মোছাঃ মারুফিয়া জাহান, জুবাইয়াত-ই-তাসমিন, সোহাগী আক্তার সহ স্থানীয় গণ্য-মান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উপরে