প্রকাশিত : ১০ ফেব্রুয়ারী, ২০২০ ১৩:৪৮

বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ

শেরপুর (বগুড়া) প্রতিনিধি
বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ

জাতি ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের উন্নয়নে সবাইকে কাজ করার আহবান জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

গতকাল রোববার ঐতিহাসিক বগুড়ার শেরপুরের মা ভবানীর মন্দির প্রাঙণে মাঘী পূর্ণিমা উৎসব উপলক্ষে আয়োজিত ভক্ত সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী সাধন চন্দ্র মজুদমার আরও বলেন, আমরা সবাই বাঙালী। ধর্ম যার যার উৎসব সবার। বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ। এখানে সব ধর্মের মানুষ শান্তিতে বসবাস করছেন। যার যে ধর্ম তা নির্বিঘ্নে পালন করছেন। এতে কারো কোন বাধা নেই। শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। সরকার দেশের উন্নয়নে পরিকল্পিতভাবে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তবে এক্ষেত্রে সব শ্রেণীপেশার মানুষকে এগিয়ে আসতে হবে। পাশাপাশি সরকারের নানামুখি উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে সবার সহযোগিতাও কামনা করেন। এছাড়া উপমহাদেশের হিন্দু ধর্মাবলম্বীদের ৫১টি পীঠস্থানের অন্যতম ঐতিহাসিক মা ভবানী মন্দিরের উন্নয়নের আশ^াস দিয়ে ব্যক্তিগত তহবিল থেকে ৫০লাখ টাকার অনুদান দেয়ার ঘোষণা করেন তিনি।

বগুড়ার জেলা প্রশাসক মো. ফয়েজ আহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সরকার দলীয় স্থানীয় জাতীয় সংসদ সদস্য মুক্তিযোদ্ধা আলহাজ¦ হাবিবর রহমান, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রাগেবুল হাসান রিপু, জেলার অতিরিক্ত পুলিশ সুপার (শেরপুর সার্কেল) মো. গাজিউর রহমান, শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিয়াকত আলী সেখ, সহকারি কমিশনার (ভূমি) মো. জামশেদ আলম রানা, শেরপুর থানার ওসি মো. হুমায়ুন কবির, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীলিপ কুমার দেব, মাঘী পূর্ণিমা উদযাপন কমিটির নেতা বিশিষ্ট চিকিৎসক ডা. এনসি বাড়ই, অমৃত লাল সাহা, এড. নরেশ মুখার্জী, নিমাই ঘোষ, সুজিত বসাক, ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, মলিন দেব প্রমুখ বক্তব্য রাখেন। এরআগে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার ওই অনুষ্ঠানে যাওয়ার পথে শেরপুর খাদ্যগুদামে যাত্রাবিরতি করেন। এসময় উপজেলা ও খাদ্য বিভাগসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

উপরে