প্রকাশিত : ১০ ফেব্রুয়ারী, ২০২০ ১৩:৫০

বগুড়া ওয়াইএমসিএ পাবলিক স্কুল এন্ড কলেজের প্রীতি সম্মিলনী অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি
বগুড়া ওয়াইএমসিএ পাবলিক স্কুল এন্ড কলেজের প্রীতি সম্মিলনী অনুষ্ঠিত

বাঙালি-বা বাংলাদেশী যাই বলি কমবেশী ভোজনরসিক। বাহারি সুস্বাদু খাবারের আয়োজনে কোন কান্তি নেই, শুধু দরকার উপলক্ষ। উপলক্ষের অংশ হিসেবেই এ দেশের শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন প্রতিষ্ঠান প্রীতি সম্মিলনীর আয়োজন করে অন্যরকম এক বৈশিষ্ট্য বহন করে নিয়ে যায়। উন্মুক্ত আকাশের নীচে, নদীর ধারে, বিনোদন স্পটে অথবা শিক্ষা প্রতিষ্ঠানের উন্মুক্ত মঞ্চে নাচ, গান কবিতা আবৃতি সহ অনুসঙ্গ হিসেবে যোগ হয় সংস্কৃতির নানা পশরা। চিত্র বিনোদনের পাশাপাশি ছাত্র-ছাত্রীদের সুপ্ত প্রতিভার সন্ধান খুজে পাই এ ধরনের আয়োজনে। এক ঘেয়েমী পড়াশোনা করে একজন ছাত্র বেড়ে উঠলে চলবে না তাদের এ ধরনের আয়োজন হোক সুপ্ত প্রতিভার বিকাশক্ষেত্র এবং আনন্দের মাত্রা হয় যেন অতুলনীয়। দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের অধিক পরিশ্রম ও ঘাম ঝরার ফসল হিসেবে এ ধরনের আয়োজন সার্থকতা খুঁজে পায়।

রবিবার বগুড়া ওয়াইএমসিএ পাবলিক স্কুল এন্ড কলেজে প্রীতি সম্মিলনী অনুষ্ঠানে সংস্থার সভাপতি মিঃ দিলীপ মারান্ডি ও নির্বাহী পরিচালক অধ্যক্ষ রবার্ট রবিন মারান্ডি তাঁদের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে এ কথাগুলো বলেন। দিনব্যাপি প্রীতি সম্মিলনী অনুষ্ঠানটি ছিল উৎসবমুখর ও নজরকাড়া। শীতকালের সকাল হতেই পরিচালনা পর্ষদের সদস্যগণ শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, কর্মকর্তা-কর্মচারী ভালো মনে ও হাসি মুখে একত্রিত হয়ে শিক্ষাঙ্গনকে মুখরিত করে তোলে। 

উপরে