প্রকাশিত : ১০ ফেব্রুয়ারী, ২০২০ ১৭:০২

শিক্ষিত জাতি ছাড়া কাঙ্খিত উন্নয়ন সম্ভব নয় : মজিবর রহমান মজনু

বগুড়া জেলা প্রতিনিধি
শিক্ষিত জাতি ছাড়া কাঙ্খিত উন্নয়ন সম্ভব নয় : মজিবর রহমান মজনু

বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু বলেছেন, শিক্ষিত জাতি ছাড়া কাঙ্খিত উন্নয়ন সম্ভব নয়। আদর্শিক জাতি গড়তে হলে শিক্ষার কোন বিকল্প নেই। শিক্ষা ক্ষেত্রে শেখ হাসিনার প্রতিটি পদক্ষেপ অত্যন্ত প্রশংসনীয়। শিক্ষার অধিকার সবার রয়েছে, এই ধারণা পোষণ করে বর্তমান সরকার বিনামূল্যে বই সরবরাহ, মেয়েদের অবৈতনিক শিক্ষা নিশ্চিতকরণ, উপ-বৃত্তির মাধ্যমে ঝড়ে পড়া শিক্ষার্থীর হার কমানোর ক্ষেত্রে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে।

বিভিন্ন সভা-সেমিনারের মাধ্যমে শিক্ষার মানবিক মূল্যবোধ সৃষ্টি করে প্রকৃত শিক্ষিত মানুষ তৈরির কাজ চলছে। আগামী দিনে বাংলাদেশ হবে উন্নত দেশগুলির জন্য অনুস্মরণীয়। গতকাল সোমবার ভান্ডারী বালিকা উচ্চ বিদ্যালয়ের ৫৮তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলি বলেন।

বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মাশরাফী হিরোর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সরকারী মুজিবুর রহমান মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর জহুরা ওয়াহিদা রহমান, উপাধ্যক্ষ প্রফেসর ড. বেল্লাল হোসেন, বগুড়া জেলা শিক্ষা অফিসার হযরত আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম মাহবুব মোর্শেদ, বগুড়া সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি তৌফিক হাসান ময়না, বগুড়া সদর উপজেলার একাডেমিক সুপার ভাইজার জিয়াউর রহমান,

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহম্মদ লুৎফর রহমান, সহকারী প্রধান শিক্ষক সারমিন সরকার, অভিভাবক সদস্য গোলাম রব্বানী, মইদুল ইসলাম বিটু, নজরুল ইসলাম জুয়েল, হোসনে আরা, শিক্ষক প্রতিনিধি বজলুল করিম, আরিফা সুলতানা, মাকসুদুর রহমান বাপ্পি প্রমুখ।

পরে ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

উপরে