প্রকাশিত : ১১ ফেব্রুয়ারী, ২০২০ ১৩:৫১

ইসলামপুরে এসি বিস্ফোরণে দগ্ধ আরো এক শ্রমিকের মৃত্যু

অনলাইন ডেস্ক
ইসলামপুরে এসি বিস্ফোরণে দগ্ধ আরো এক শ্রমিকের মৃত্যু

পুরান ঢাকার ইসলামপুরে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) মেরামতের সময় কম্প্রেসর বিস্ফোরণে দগ্ধ আরো এক শ্রমিক মারা গেছেন। মৃত ওই শ্রমিকের নাম আল আমিন (২৫)।

আজ মঙ্গলবার সকাল ৮টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিত্সাধীন অবস্থায় তিনি মারা যান। এ নিয়ে বিস্ফোরণে দগ্ধ দুই শ্রমিকের মৃত্যু হলো।

এর আগে গতকাল সোমবার রাতে একই বার্ন ইউনিটে চিকিত্সাধীন অবস্থায় মারা যান আশিক (২০)। হাসপাতাল সূত্রে এ তথ্য জানা গেছে।

গতকাল সোমবার সন্ধ্যায় পুরান ঢাকার ইসলামপুরে অবস্থিত লায়ন টাওয়ার নামের একটি ভবনের ছাদে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) মেরামতের সময় কম্প্রেসর বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে তিন শ্রমিক দগ্ধ হন।

দগ্ধ ওই তিনজন হলেন আল আমীন (২৫) আশিক (২০) ও আরিফ (১৮)। তাঁদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। এর মধ্যে আশিক রাতে বার্ন ইউনিটে চিকিত্সাধীন অবস্থায় মারা যান। আর আজ মঙ্গলবার সকালে মারা গেছেন আল আমিন।

ঘটনাস্থল পরিদর্শনকারী কোতোয়ালি থানার পরিদর্শক (অপারেশন) মীরু মিয়া বলেন, ১২ তলা লায়ন টাওয়ারে একটি দোকানের কর্মীরা ভবনের ছাদে পুরনো এসি নিয়ে মেরামতের সময় কম্প্রেসর বিস্ফোরিত হলে তিনজন দগ্ধ হন। 

উপরে