প্রকাশিত : ১২ ফেব্রুয়ারী, ২০২০ ১৫:৪৪

পার্বতীপুরে ভ্রাম্যমান আদালত, ৩ ইটভাটাকে জরিমানা

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
পার্বতীপুরে ভ্রাম্যমান আদালত, ৩ ইটভাটাকে জরিমানা

অবৈধভাবে ইট পোড়ানো ও পরিমাপে কারচুপি করার দায়ে দিনাজপুরের পার্বতীপুরে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে তিন ইটভাটাকে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের বিজ্ঞ বিচারক। মঙ্গলবার বিকেলে পার্বতীপুর উপজেলার ৯ নম্বর হামিদপুর ইউনিয়নের ইটভাটাগুলোতে ভ্রাম্যমান আদালত অভিযান চালায়। অভিযানের নেতৃত্ব দেন পার্বতীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিজ্ঞ বিচারক আবু তাহের মো. সামসুজ্জামান। এসময় তার সাথে দিনাজপুর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মিজানুর রহমান সহ আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। ইট পোড়ানোর লাইসেন্স না থাকায় এবং ইটের পরিমাপে কারচুপি করায় সোহাগী ব্রিকসকে ৬০ হাজার টাকা, ফাইভ স্টার ব্রিকসকে ৬০ হাজার টাকা ও আরএম ব্রিকসকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

উপরে