প্রকাশিত : ১২ ফেব্রুয়ারী, ২০২০ ১৫:৪৯

বসন্তবরণ উৎসবে বগুড়া লেখক চক্রের বসন্তের কবিতা পাঠ শুক্রবার

বগুড়া প্রতিনিধি
বসন্তবরণ উৎসবে বগুড়া লেখক চক্রের
বসন্তের কবিতা পাঠ শুক্রবার

বগুড়া লেখক চক্র বসন্তবরণ করবে বসন্তের কবিতা পাঠের মাধ্যমে। শুক্রবার বিকাল ৪টায় বগুড়া উডবার্ন পাবলিক লাইব্রেরি মিলনায়তনে ‘বসন্তের কবিতা’ শিরোনামে স্বরচিত কবিতা পাঠে ৪৩ জন কবি অংশগ্রহণ করবেন। বগুড়া লেখক চক্রের আয়োজনে ‘বসন্তের কবিতা’ নামে অনুষ্ঠিতব্য স্বরচিত কবিতা পাঠের এই আয়োজন উদ্বোধন করবেন কবি বজলুল করিম বাহার এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কবি মুহম্মদ শহীদুল্লাহ।

বসন্তের কবিতা পাঠে অংশগ্রহণ করবেন কবি বজলুল করিম বাহার, মুহম্মদ শহীদুল্লাহ, খন্দকার বজলুর রহিম, নজমল হক খান, সৈয়দ বুলান্দ আখতার, মতিয়ার রহমান, আবদুল্লাহ ইকবাল, খৈয়াম কাদের, পলাশ খন্দকার, শিবলী মোকতাদির, পান্না করিম, দেলোয়ারা মিনা, মুজাহিদুল ইসলাম, ইসলাম রফিক, মাসুদ তালুকদার, হাবীবুল্লাহ জুয়েল, তৌফিক জহুর, জি এম সজল, মিতা নূর, সিরাজুল ইসলাম, আমির খসরু সেলিম, আব্দুর রাজ্জাক বকুল, করিম মোহাম্মদ, সারমিন সীমা, রুবি রুমানা, কামরুন নাহার কুহেলী, মাহবুব টুটুল, আফসানা জাকিয়া, হান্নান সৈকত, আনিছ রহমান, শাহানূর শাহিন, হিরণ্য হারুন, আল আমিন মোহাম্মদ, রাব্বী হাসান, আবু রায়হান, হাদিউল হৃদয়, আজিজুল হক, বাদল শাহ, শাহিনুর রহমান, নয়ন আহমেদ, নাহিদা আকতার, বেলাল সরকার ও সজীব মাহমুদ।

উপরে