প্রকাশিত : ১২ ফেব্রুয়ারী, ২০২০ ১৫:৫৩

গোবিন্দগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থার ৩৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
গোবিন্দগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থার ৩৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

গাইবান্ধার গোবিন্দগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থার ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী ও স্মৃতিচারণমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার জাতীয় সাংবাদিক সংস্থার গোবিন্দগঞ্জ ইউনিট কার্যালয়ে (মহিমাগঞ্জ রোডে) কেক কর্তন, স্মৃতিচারণ আলোচনা শেষে এক বর্ণাঢ্য র‌্যালি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। সারা দেশের ন্যায় একযোগে দুপুর ১২টা ১ মিনিটে কেক কর্তনের মাধ্যমে গোবিন্দগঞ্জ ইউনিটের সভাপতি জিল্লুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাজাদুর রহমান সাজুর সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান হিসেবে বক্তব্য রাখেন, গোবিন্দগঞ্জ প্রেস কাবের সভাপতি জিটিভির জেলা প্রতিনিধি বাবু গোপাল মোহন্ত, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশের ওয়ার্কাস পার্টির সভাপতি ও নাগরিক কমিটির আহ্বায়ক এম এ মতিন মোল্লা, সাপ্তাহিক কাটাখালী পত্রিকা প্রতিষ্ঠাতা সম্পাদক দৈনিক আমার সংবাদের উপজেলা প্রতিনিধি ও বাংলাদেশ প্রেস কাবের জেলা সভাপতি মোয়াজ্জেম হোসেন আকন্দ, গোবিন্দগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা ও প্রেস কাবের কার্যনির্বাহী সদস্য শওকত জামান, জেএসডির সাধারণ সম্পাদক আরজ আলী, প্রেস কাব গোবিন্দগঞ্জের সভাপতি প্রভাষক শাহ রফিকুল ইসলাম,

চ্যানেল আই জেলা প্রতিনিধি ও সম্মিলিত সাংবাদিক পরিষদের রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন, গোবিন্দগঞ্জ প্রেস কাবের দপ্তর সম্পাদক আতিকুর রহমান আতিক, কার্যনির্বাহী সদস্য আ. হান্নান আকন্দ, সাপ্তাহিক খোলা হাওয়া পত্রিকার সম্পাদক প্রভাষক আনোয়ারুল ইসলাম, জাতীয় সাংবাদিক সংস্থার যুগ্ম সম্পাদক শেখ মামুন হাসান, আব্দুল বাতেন লাবু, সাংগঠনিক সম্পাদক মুক্তার সরকার, দপ্তর সম্পাদক শাহীন খন্দকার, প্রচার ও প্রকাশনা সম্পাদক এম.এ রহিম সরকার, কোষাধ্যক্ষ আমিনুল ইসলাম, কার্য নির্বাহী সদস্য মোস্তাফিজুর রহমান, আনিছুর রহমান, রেজাউল করিম, রানু মণ্ডল, আ. রউফ, মিজানুর রহমান, শাহজাহান আলী, আ. রাজ্জাক প্রমূখ।

উপরে