প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারী, ২০২০ ১২:০৯

ঘোড়া দিয়ে জমি চাষ

হিলি, (দিনাজপুর)
ঘোড়া দিয়ে জমি চাষ

ঘোড়া দিয়ে জমি চাষ করতে দেখা গেছে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আয়মা রসুলপুর ইউনিয়নে বিরিঞ্চি গ্রামে শরীফ উদ্দিনকে। বুধবার দুপুরে সরেজমিনে গিয়ে এই দৃশ্য  চোখে পড়ে।

শরীফ উদ্দিন বলেন, প্রায় এক বছর থেকে ঘোড়া দিয়ে জমি চাষ করে আসছি। আমি একজন ঘোড়া ব্যবসায়ী। ঘোড়া কেনাবেঁচা করি।  গত বছর থেকে চিন্তা করলাম, দেখি ঘোড়া দিয়ে জমি চাষ করা যায় কিনা। তখন থেকেই আমি ঘোড়া দিয়ে জমি চাষ করে আসছি।

তিনি আরো বলেন, নিজের জমি চাষ করেও অপরের জমিতে টাকার বিনিময়ে গরুর পরিবর্তে ঘোড়া দিয়ে হাল চাষ করি। সকাল থেকে দুপুর পর্যন্ত বিশ শতাংশ জমি চাষাবাদের উপযোগী করতে পারি। এখন বর্তমান আমি আমার ঘোড়া দিয়ে জমি চাষে খুবই ব্যস্ত থাকি। গ্রামের অনেক আসছে ঘোড়ার হাল দিয়ে তাদের জমি চাষ করতে।
 
উপরে