প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারী, ২০২০ ১৫:৩৯

তৃণমূলই আওয়ামী লীগের মূল শক্তি : মজিবর রহমান মজনু

বগুড়া প্রতিনিধি
তৃণমূলই আওয়ামী লীগের মূল শক্তি : মজিবর রহমান মজনু

বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু বলেছেন, সংগঠনকে শক্তিশালী করার কোন বিকল্প নেই। তৃণমূল পর্যায় থেকে সংগঠনকে ঢেলে সাজাতে হবে। তৃণমূলই আওয়ামী লীগের মূল শক্তি। ওয়ার্ড, ইউনিয়ন পর্যায়ে শক্তিশালী সাংগঠনিক কাঠামো থাকলে ধর্মান্ধগোষ্ঠী মানুষকে বিপথগামী করার সুযোগ পাবে না।

বগুড়ার প্রত্যেকটি আনাচে-কানাচে বঙ্গবন্ধুর সৈনিকদের পদচারণা থাকতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়নমূলক কর্মকান্ড মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য সেবকের ভূমিকায় অবতীর্ণ হতে হবে। মনে রাখতে হবে আওয়ামী লীগের রাজনীতির লক্ষ্যই হলো মানুষের কল্যাণ। সরকারের উন্নয়নমূলক কর্মকান্ড মানুষের মাঝে প্রচার করতে হবে। মাদকসেবী এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।

সমাজে অশান্তি এবং বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে সরকারকে সর্বাত্মকভাবে সহযোগিতা করতে হবে। গত বুধবার বিকালে টেম্পল রোডস্থ দলীয় কার্যালয়ে বগুড়া জেলা আওয়ামী লীগের বিশেষ সভায় সভাপতির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলি বলেন। সভা সঞ্চালনা করেন বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু। বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান ডা. মকবুল হোসেন, টি জামান নিকেতা, টি এম মুসা পেস্তা, এড. আব্দুল মতিন, এড. মকবুল হোসেন মুকুল, এড. রেজাউল করিম মন্টু, এড. আমানুল্লাহ্, শাহ্ আব্দুল খালেক, সাগর কুমার রায়, আসাদুর রহমান দুলু, প্রদীপ কুমার রায়, শাহরিয়ার আরিফ ওপেল, এড. তবিবর রহমান, এড. সাইফুল ইসলাম, শাহ্ আখতারুজ্জামান ডিউক, এড. জাকির হোসেন নবাব, আব্দুল খালেক বাবলু, শেরিন আনোয়ার জর্জিস, এড. শফিকুল আলম আক্কাস, আনিছুজ্জামান মিন্টু, অধ্যক্ষ শাহাদৎ আলম ঝুনু, এস এম রুহুল মোমিন তারিক, এস এম শাজাহান,

এ বি এম জহুরুল হক বুলবুল, মাসুদুর রহমান মিলন, মাশরাফী হিরো, আলরাজী জুয়েল, তপন চক্রবর্তী, আসালত জামান, এড. আল মাহমুদ, ডা. বজলুর রহমান, এড. মন্তেজার রহমান মন্টু, আব্দুস ছাত্তার, টি আই এম নুরুন্নবী তারিক, আজিজুল হক, মিজানুর রহমান খান সেলিম, আবু সুফিয়ান সফিক, সিরাজুল ইসলাম খান রাজু, আহসান হাবিব আম্বিয়া, মোস্তাফিজার রহমান মোস্তা, তালেবুল ইসলাম তালেব, ফজলুল হক ফজলু, আব্দুল মান্নান, মাফুজুল ইসলাম রাজ, আব্দুর রাজ্জাক মিলু, আনোয়ার হোসেন রানা, এড. কুদরত-ই-এলাহি কাজল, রফিকুল ইসলাম রফিক, আব্দুস সালাম ভুলন, আনিছুর রহমান আনিছ।

সভায় কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক উপজেলা আওয়ামী লীগের মধ্যে দুপচাঁচিয়া উপজেলা ১১ মার্চ ২০২০ বুধবার, শাজাহানপুর উপজেলা ১৩ মার্চ শুক্রবার, শিবগঞ্জ উপজেলা ১৪ মার্চ শনিবার, নন্দীগ্রাম উপজেলা ১৫ মার্চ রবিবার, শেরপুর উপজেলা ২৫ মার্চ বুধবার, কাহালু উপজেলা ২৮ মার্চ শনিবার, গাবতলী উপজেলা ২৯ মার্চ রবিবার, আদমদীঘি উপজেলা ৩০ মার্চ সোমবার এবং বগুড়া সদর উপজেলা ৩১ মার্চ মঙ্গলবারে সম্মেলনের দিনক্ষন ঘোষণা করা হয়।

সভায় আগামী ১৭ ফেব্রুয়ারি বগুড়া জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা মমতাজ উদ্দিনের স্মরণ সভা, বগুড়া-১ আসনের সাংসদ আব্দুল মান্নানের স্মরণ সভা, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিকের সংবর্ধনা সভা, মহান ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবসের কর্মসূচি পালনের ব্যাপারে সিদ্ধান্ত গৃহীত হয়।

উপরে