প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারী, ২০২০ ১২:২৮

বগুড়ায় তৃতীয় শ্রেনির ছাত্রী ধর্ষণের মামলায় যাবজ্জীবন

বগুড়ায় তৃতীয় শ্রেনির ছাত্রী ধর্ষণের মামলায় যাবজ্জীবন

বগুড়া জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক এ.কে. এম. ফজলুল হক (কিরন) ধর্ষণের দায়ে এক যুবকের যাবজ্জীবন কারাদন্ড ও ৫০ হাজার টাকা অর্থ্দন্ড, অর্থ্দন্ড অনাদায়ে আরোও এক বছরের সশ্রম কারাদন্ডের আদেশ দেন।

বৃহস্পতিবার বগুড়ার সারিয়াকান্দি উপজেলার আদর্শ্ পাড়া কুপতলা, গ্রামের মোঃ মিন্টু মিয়া ওরফে মিন্টু সরকারের পুত্র আসামী মোঃ রাহেল ওরফে রায়হান ওরফে রাহেন সরকার (২৮) এর বিরুদ্ধে অভিযোগ সাক্ষী প্রমাণের ভিত্তিতে এ আদেশ দেওয়া হয়।

মামলার এজাহার সৃত্রে জানা যায়, ২০১৮ সালের ২৭শে জুন বেলা আনুমানিক ১১টার সময় একই গ্রামের ভ্যানচালক শিপন তার তৃতীয় শ্রেনিতে পড়ুয়া মেয়েকে (১১) বাড়ীতে রেখে স্বামী-স্ত্রী উভয়ই কাজে চলে যায়। সেই সুযোগে আসামী মোঃ রাহেল ওরফে রায়হান ওরফে রাহেন সরকার লুডু খেলার ছলে শিপনের ঘড়ে ঢুকে জোড়পৃর্ব্ক মেয়েটিকে ধর্ষণ করেন। ধর্ষক রাহেল ওরফে রায়হান ওরফে রাহেন সরকার এর দুজন স্ত্রীও রয়েছে।

উক্ত মামলার রাষ্ট্র পক্ষের নরেশ চন্দ্র জানান, মামলার বাদী পক্ষ ন্যায় বিচারই পেয়েছে। আসামী পক্ষে মামলাটি পরিচালনা করেন আইনজীবী জাকিউল হাসান শানু।

এ ব্যাপারে তার সাথে কথা বলতে ফোনে যোগাযোগ করা হলে ফোন নাম্বারটি তখন বন্ধ পাওয়া যায়।

 

উপরে