প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারী, ২০২০ ১২:৫৯

মরহুম যাত্রাশিল্পী সারোয়ার হোসেনের মৃত্যুতে স্মরণসভা

অনলাইন ডেস্ক
মরহুম যাত্রাশিল্পী সারোয়ার হোসেনের মৃত্যুতে স্মরণসভা

মরহুম যাত্রাশিল্পী সারোয়ার হোসেনের মৃত্যুতে রোববার রাতে গ্রাম বাংলা সাংস্কৃতিক গোষ্ঠীর আয়োজনে বগুড়া শহরের বেজোড়া যুব উন্নয়ন ক্লাবে স্মরণসভা অনুষ্ঠিত হয়।

গ্রাম বাংলা সাংস্কৃতিক গোষ্ঠীর পরিচালক আমিনুল হক আরজুর সভাপতিত্বে স্মরনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সম্মিলিত সাংস্কৃতিক জোট বগুড়ার সাধারণ সম্পাদক আবু সাঈদ সিদিক্কী।

সভায় আরও বক্তব্য রাখেন সম্মিলিত সাংস্কৃতিক জোট বগুড়ার সহ সভাপতি ও নন্দন শিল্পী গোষ্ঠীর সভাপতি মতিয়ার রহমান, নান্দ্যনিক নাট্যদলের সাধারণ সম্পাদক খলিলুর রহমান, বেজোড়া যুব উন্নয়ন কাবের সভাপতি  আজিজার রহমান বাবু, বেজোড়া লিল্লাহ মসজিদের সভাপতি শাজাহান আলী, রফিকুল ইসলাম মানিক।

এসময় আরও বক্তব্য রাখেন নন্দন শিল্পী গোষ্ঠীর সাবেক সভাপতি টিএম চাকলাদার, মাহমুদ কাজল নুর, সাধারণ সম্পাদক দুলাল মিয়া, সাংগঠনিক সম্পাদক বাসুদেব চন্দ্র ঘোষ, প্রচার সম্পাদক সুচন্দন সরকার, সিদ্দিক হোসেন, হাসান আলী, রমজান আলী খোকা প্রমুখ। স্মরণ সভায় মরহুম যাত্রাশিল্পী সারোয়ার হোসেনের পুত্র রেজোয়ান ও রায়হান উপস্থিত ছিলেন। স্মরণ সভায় বক্তারা বলেন, মরহুম যাত্রাশিল্পী সারোয়ার হোসেনের মৃত্যুতে বগুড়ায় সংস্কৃতি অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। যাত্রাশিল্পকে জীবনের শেষ অবধি ধারণ করেছেন সারোয়ার হোসেন। সৃষ্টিকর্তা যেন তার বিদেহী আত্মার মাগফেরাত ও জান্নাতের সর্বোচ্চ স্থান দান করেন।

উপরে