প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারী, ২০২০ ১২:১৭

পলাশপুর গ্রামে লাইট হাউসের ই-সংলাপ অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
পলাশপুর গ্রামে লাইট হাউসের ই-সংলাপ অনুষ্ঠিত

ডেমোক্রোসি ইন্টারন্যাশনাল বাস্তবায়নে, ইউএসএআইডি’র প্রমোটিং পিস এ্যান্ড জাস্টিস (পিপিজে) এ্যাকটিভিটি আর্থিক সহযোগিতায়, বগুড়া জেলা লিগ্যাল এইড ও লাইট হাউসের আয়োজনে মঙ্গলবার বগুড়া সদর উপজেলার গোকুল ইউনিয়নের পলাশপুর গ্রামে ই-সংলাপ অনুষ্ঠিত হয়। ই-সংলাপ অনুষ্ঠানে ভিডিও কলের মাধ্যমে ৪০ জন নারী ও পুরুষ বিনা খরচে বগুড়া জজ কোটের প্যানেল আইনজীবি এ্যাডঃ এমদাদুল হক খন্দকার এর সাথে আইনগত বিষয়ে বিভিন্ন পরামর্শ নেন।

এ সময় উপস্থিত ছিলেন  গোকুল  ইউনিয়ন পরিষদের সংরক্ষিত সদস্য রুমি বেগম, লাইট হাউসের প্রমোটিং পিস এ্যান্ড জাস্টিস (পিপিজে) এর প্রকল্প সমন্বায়কারী রশিদা খাতুন, লাইট হাউসের নাজমা বেগম প্রমূখ। এখন লাইট হাউসের মাধ্যমে সব সময় সমাজের অসহায় মানুষ ঘরে বসেই আইনজীবিদের সাথে আইন ও অধিকার নিয়ে কথা বলতে পারছে।

উপরে