প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারী, ২০২০ ১৬:০৬

কাহালুতে লাইট হাউস স্কুল অব লানিং এন্ড ডাইভারসিটি এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

কাহালু (বগুড়া) প্রতিনিধি
কাহালুতে লাইট হাউস স্কুল অব লানিং এন্ড ডাইভারসিটি এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

আজ বুধবার বগুড়ার কাহালুর মুরইলে লাইট হাউস স্কুল অব লানিং এন্ড ডাইভারসিটি এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ/২০২০ইং অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লাইট হাউস স্কুল অব লানিং এন্ড ডাইভারসিটি এর প্রতিষ্ঠাতা সভাপতি ও লাইট হাউসের নির্বাহী প্রধান মো. হারুন অর রশিদ।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাহালু উপজেলা নির্বাহী অফিসার মো. মাছুদুর রহমান। লাইট হাউস স্কুল অব লানিং এন্ড ডাইভারসিটি এর উপাধ্যক্ষ মো. মোস্তাফিজুর রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাহালু থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. জিয়া লতিফুল ইসলাম, লাইট হাউসের সভাপতি ও সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর হাবিবা বেগম, লাইট হাউস স্কুল অব লানিং এন্ড ডাইভারসিটি এর সহ-সভাপতি মিস ওয়াহিদা ইয়াসমিন, লাইট হাউসের সহকারি পরিচালক (প্রশাসন) মো. ফারুক হোসেন, প্রজেক্ট অ্যাসোসিয়েট মো. রকিবুল হক খান, লাইট হাউসের সদস্য আলহাজ্ব নফিজ উদ্দিন, আনোয়ারুল ইসলাম (বাচ্চু), অত্র স্কুলের সদস্য ও নারহট্র বহুমূখী উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বাবু বিমল কুমার সরকার, লাইট হাউসের প্রজেষ্ট সমন্বয়কারী রশিদা খাতুন প্রমূখ। উক্ত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র স্কুলের শিক্ষক/শিক্ষিকা, অভিভাবক, ছাত্র/ছাত্রীবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

উপরে