প্রকাশিত : ২০ ফেব্রুয়ারী, ২০২০ ১৭:৪১

পঞ্চগড়ে আহমদিয়াদের ছালানা জলসা বন্ধের দাবিতে মিছিল

পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ে আহমদিয়াদের ছালানা জলসা বন্ধের দাবিতে মিছিল

পঞ্চগড়ে আহমদিয়া সম্প্রদায়ের (কাদিয়ানী) বার্ষিক ছালানা জলসা বন্ধসহ তাদের ইসলাম বিরোধী সকল কার্যক্রম বন্ধের দাবিতে মিছিল করে জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি দিয়েছে জেলার বিভিন্ন মসজিদের ইমামগণ।  

বৃহস্পতিবার দুপুরে সম্মিলিত খতমে নবুওয়ত সংরক্ষণ পরিষদের ডাকে পঞ্চগড় জেলা শহরের মারকাজ মসজিদ চত্বর জড়ো হয় জেলার বিভিন্ন স্থান থেকে আসা মসজিদের ইমামগণ। পরে সেখান থেকে তারা একটি মিছিল বের করে। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। মিছিল শেষে তারা তাদের দাবি সম্বলিত একটি স্মারকলিপি জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিনের হাতে তুলে দেন। 

স্মারকলিপিতে তারা জানান, আগামী ২৮, ২৯ ফেব্রুয়ারি ও ১ মার্চ পঞ্চগড়ের আহমদনগর এলাকায় আহমদিয়া সম্প্রদায় ইসলাম বিরোধী মতবাদ প্রচারের জন্য বার্ষিক ছালানা জলসার প্রস্তুতি নিচ্ছে। এছাড়া তারা তাদের মতবাদ সম্বলিত চিঠি ও লিফলেট বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি প্রতিষ্ঠানে বিতরণ করছে। তাই তারা ছালানা জলসা বন্ধসহ আহমদিয়াদের ইসলাম বিরোধী সকল কার্যক্রম বন্ধের দাবি জানান।

 

উপরে