প্রকাশিত : ২০ ফেব্রুয়ারী, ২০২০ ২২:২৯

শ্রেষ্ঠ ইন্সপেক্টর (তদন্ত) হিসেবে সম্মাননা স্মারক পেলেন কাহালু থানা ইন্সপেক্টর মাহমুদ হাসান

কাহালু (বগুড়া) প্রতিনিধি
শ্রেষ্ঠ ইন্সপেক্টর (তদন্ত) হিসেবে সম্মাননা স্মারক পেলেন কাহালু থানা ইন্সপেক্টর মাহমুদ হাসান

বৃহস্পতিবার বগুড়া পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ অডিটোরিয়ামে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।

মাসিক কল্যাণ সভায় গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন করায় শ্রেষ্ঠ ইন্সপেক্টর (তদন্ত) হিসেবে সম্মাননা স্মারক পেলেন কাহালু থানা ইন্সপেক্টর (তদন্ত) মো. মাহমুদ হাসান।

সভায় জানুয়ারী/২০২০ইং মাসের কৃতকাজের উপর ভিত্তি করে বিভিন্ন পর্যায়ে পুলিশ কর্মকর্তাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। সভায় সম্মাননা স্মারক  প্রদান করেন বগুড়া জেলা পুলিশ সুপার মো. আলী আশরাফ ভূঞা বিপিএম (বার)।

এ সময় উপস্থিত ছিলেন জেলার পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার যথাক্রমে আরিফুর রহমান মন্ডল, আব্দুল জলিল পিপিএম, সফিজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সনাতন চক্রবর্তী, সহকারী পুলিশ সুপার (নন্দীগ্রাম সার্কেল) আহমেদ রাজিউর রহমান, সহকারী পুলিশ সুপার (গাবতলী সার্কেল) সাবিনা ইয়াসমিন, কাহালু থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. জিয়া লতিফুল ইসলাম সহ জেলার সকল সার্কেল অফিসার, সকল থানার অফিসার ইনচার্জবৃন্দ এবং জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।

কাহালু থানা ইন্সপেক্টর (তদন্ত) মো. মাহমুদ হাসান গুরুত্বপূর্ণ মামলা কাঠমিস্ত্রী আলম মন্ডল হত্যা মামলার দ্রুত সময়ে রহস্য উদঘাটন ও আসামী গ্রেফতার, এনজিও কর্মী শাহরিয়ার হত্যা মামলার রহস্য উদঘাটন ও তিন  দিনের মধ্যে আসামীদের গ্রেফতার এবং কাহালুর বুদ্ধি প্রতিবন্ধী সাহিদা আকতার ধর্ষন মামলার সকল আসামীকে গ্রেফতার করেন।

 

উপরে