প্রকাশিত : ২১ ফেব্রুয়ারী, ২০২০ ১২:১১

কাহালুতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

কাহালু (বগুড়া) প্রতিনিধি
কাহালুতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস/২০২০ উদযাপন উপলক্ষে রাত ১২-০১ মিনিট হতে সকাল পর্যন্ত কাহালু উপজেলা পরিষদ চত্বরে কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য পুষ্পমাল্য অর্পন করেন উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ সহযোগী সংগঠন, কাহালু পৌরসভা, বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন, কাহালু সরকারি ডিগ্রী কলেজ, কাহালু আদর্শ ডিগ্রী মহিলা কলেজ, কাহালু টেকনিক্যাল এন্ড কমার্স কলেজ, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড কাহালু শাখা, কাহালু মডেল প্রেসকাব, কাহালু সরকারি মডেল উচ্চ বিদ্যালয়, বিয়াম ল্যাবরেটরি স্কুল, তাইরুন্নেচ্ছা বালিকা উচ্চ বিদ্যালয়, সানরাইজ মডেল স্কুল, আবহানী কাব সহ বিভিন্ন শিা প্রতিষ্ঠান, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

সকাল  সাড়ে  ৮টায় কাহালু উপজেলা পরিষদ চত্বর হতে একটি বিশাল প্রভাত ফেরি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। উক্ত পুষ্পমাল্য অর্পন ও প্রভাত ফেরিতে উপস্থিত ছিলেন কাহালু উপজেলা চেয়ারম্যান আল হাসিবুল হাসান কবিরাজ (সুরুজ), উপজেলা নির্বাহী অফিসার মো. মাছুদুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও কাহালু পৌরসভার মেয়র আলহাজ্ব মো. হেলাল উদ্দিন কবিরাজ, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মো. আব্দুর রশিদ (লালু), কাহালু থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. জিয়া লতিফুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক  মো. আব্দুল মান্নান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নজিবর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মুহম্মদ যাকারিয়া রানা, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আখেরুর রহমান, উপজেলা যুবলীগের সভাপতি ও কাহালু সদর ইউ পি চেয়ারম্যান সহকারি অধ্যাপক পি এম বেলাল হোসেন, আওয়ামীলীগনেতা ও পাইকড় ইউ পি চেয়ারম্যান মিটু চৌধুরী, ফার্স্ট এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড কাহালু শাখার শাখা প্রধান মো.আকরামুল ইসলাম,  উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক নেছার উদ্দিন, পৌর বিএনপির আহবায়ক দেলোয়ার হোসেন (বাদল), কাহালু সিদ্দিকীয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার অধ্যক্ষ এ বি এম হাফিজুর রহমান, কাহালু আদর্শ মহিলা ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ মিল্লাত হোসেন, কাহালু টেকনিক্যাল এন্ড কমার্স কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হারুনুর রশিদ, বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রাইসুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশন কাহালু ও সোনাতলা উপজেলার দায়িত্বপ্রাপ্ত ফিন্ড সুপার ভাইজার আলহাজ্ব মুহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ, তাইরুন্নেছা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক বেলাল উদ্দিন,  কাহালু মডেল প্রেসকাবের  সহ-সভাপতি মাহবুবুল আলম, সাধারণ সম্পাদক এম এ মতিন সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের প্রধানগণ, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

 

উপরে