প্রকাশিত : ২১ ফেব্রুয়ারী, ২০২০ ১৯:৫৮

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

অনলাইন ডেস্ক
ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

হালুয়াঘাট-ময়মনসিংহ মহাসড়কের হালুয়াঘাটে সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো পাঁচজন।

আজ শুক্রবার বিকেল ৫টার দিকে হালুয়াঘাটের রঘুনাথপুর নামক স্থানে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার বিলডোরা ইউনিয়নের রহেলা গ্রামের নূর ইসলামের ছেলে আরিফুল ইসলাম (২০) ও   নজরুল ইসলামের ছেলে সাকিব(২০) এবং একই ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের সোহাগ মিয়ার ছেলে মিজানুর রহমান(২৫)। এছাড়া অপরজন একই উপজেলার নড়াইল ইউনিয়নের বাঘমার গ্রামের নূর ইসলামের ছেলে সজিব (১৮)।

ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, হালুয়াঘাট থেকে ছেড়ে আসা যাত্রীবাহী ইমাম নামের একটি বাস পেছন থেকে যাত্রীবাহী একটি অটোরিকশাকে ধাক্কা দিলে অটোটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই দুজন নিহত হয়। এ ঘটনায় আহতদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় স্থানীয়রা।

এ ব্যাপারে হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস বলেন, এ ঘটনায় প্রথমে দুইজন নিহত হয় এবং সাতজন আহত হয়। আহতদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করা হয়। এদের মধ্যে সেখানে নেয়ার পথে আরো দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।

ওসি আরো বলেন, ঘাতক বাসটিকে আটক করে থানায় নিয়ে আসা হলেও ড্রাইভার পালিয়ে যায়।

উপরে