প্রকাশিত : ২২ ফেব্রুয়ারী, ২০২০ ১৫:০৭

সব ধর্মের মানুষ আমাদের কাছে সমান : পরিকল্পনামন্ত্রী

অনলাইন ডেস্ক
সব ধর্মের মানুষ আমাদের কাছে সমান : পরিকল্পনামন্ত্রী

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, সব ধর্মের মানুষ আমাদের কাছে সমান। তিনি বলেন, ‘আমরা আগামীতে একসঙ্গে সমানভাবে সমান মর্যাদায় বসবাস করব। একটি দল আছে, তারা অসাম্প্রদায়িকতাকে বিশ্বাস করে না। দেশের উন্নয়নে বাধাগ্রস্ত করতে গোপনে নানা ষড়যন্ত্র করছে। দেশের মানুষকে উসকানি দিয়ে নিজেদের উদ্দেশ্য হাসিল করতে চায়।’ এদের থেকে সাবধান থাকার আহ্বান জানান তিনি।

শনিবার দুপুরে সুনামগঞ্জের দিরাই প্রবাসী উচ্চ বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। পরিকল্পনামন্ত্রী বলেন, ‘সারা দেশে এখন শুধু উন্নয়ন আর উন্নয়ন। দেশের সড়ক পথের উন্নতি হচ্ছে, বিদ্যুৎ, শিক্ষা, চিকিৎসা ব্যবস্থার উন্নতি করছে বর্তমান সরকার। বয়স্ক ভাতা, বিধবা ভাতা দেওয়া হচ্ছে।  শিক্ষকদের বেতন তিনগুণ বাড়ছে এবং অফিসারদের বেতন বাড়ছে। গ্রামে গ্রামে বিদ্যুতের আলোয় আলোকিত করছে আমাদের সরকার।’

অনুষ্ঠানে দিরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর আলম চৌধুরী সভাপতিত্ব করেন। এ সময় বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আব্দুল আজিজ সরদার, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আহমদসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

উপরে