প্রকাশিত : ১ মার্চ, ২০২০ ১২:৩০

ভারতীয় বিপুল পরিমাণ মুদ্রাসহ সুনামগঞ্জে হুন্ডি ব্যবসায়ী আটক

ভারতীয় বিপুল পরিমাণ মুদ্রাসহ সুনামগঞ্জে হুন্ডি ব্যবসায়ী আটক

ভারতীয় বিপুল পরিমাণ মুদ্রা, বিদেশি মদসহ সুনামগঞ্জের তাহিরপুরে হযরত আলী নামে এক হুন্ডি ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন বাংলাদেশ (বিজিবি)।

শনিবার রাতে ২৮-বর্ডার গার্ড ব্যাটালিয়ন বিজিবি সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তের বিরেন্দ্রনগর কোম্পানী হেডকোয়ার্টারের বিজিবি টহলদল তাকে আটক করে।

হযরত উপজেলার শ্রীপুর উওর ইউনিয়নের বিরেন্দ্রনগর গ্রামের মৃত লাল মিয়ার ছেলে।

শনিবার রাত পৌনে দশটার সুনামগঞ্জ ২৮-বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো.মাকসুদুল আলম জানান, উপজেলার সীমান্তগ্রাম রঙ্গারছড়া মাঠ হতে শনিবার রাাত ৮টার দিকে সীমান্তের চিহ্নিত চোরাকারবারী ও হুন্ডি ব্যবসায়ীকে হযরত আলীকে বিরেন্দ্রনগর কোম্পানী হেডকোয়ার্টারের টহল কমান্ডার হাবিলদার শহিদুল ইসলামের নেতৃত্বে বিজিবি টহল দল আটক করেন।

এরপর তার হেফাজত হতে বিপুল পরিমাণ ভারতীয় রুপী (মুদ্রা), বাংলাদেশী টাকা, বিদেশি মদ, ২টি মোবাইল ফোনসেট, ১২টি সিম কার্ড জব্দ করা হয়।

বিজিবি বিরেন্দ্রনগর কোম্পানী হেডকোয়ার্টারের কোম্পানী কমান্ডার সুবেদার আইয়ুব খাঁন জানান, মোবাইল ফোন, সিম কার্ড, বিদেশি মদ ও ভারতীয় রুপী, বাংলাদেশী টাকাসহ হযরতকে আটকের ঘটনায় তার বিরুদ্ধে তাহিরপুর থানায় পৃথক দুটি মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

 

উপরে