প্রকাশিত : ১ মার্চ, ২০২০ ১৩:৩৫

মারা গেলেন দিলু রোডে অগ্নিকাণ্ডে দগ্ধ জান্নাতুল

অনলাইন ডেস্ক
মারা গেলেন দিলু রোডে অগ্নিকাণ্ডে দগ্ধ জান্নাতুল

রাজধানীর নিউ ইস্কাটনের দিলু রোডে অগ্নিকাণ্ডে দগ্ধ স্বামী-স্ত্রীর মধ্যে স্ত্রী জান্নাতুল ফেরদৌস মারা গেছে। আজ রবিবার সকাল ৯টা ৩৫ মিনিটে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। 

ইন্সটিটিউটের আবাসিক চিকিৎসক ডা. পার্থ শঙ্কর পাল বিষয়টি নিশ্চিত করেছেন। ঘটনার দিন আগুনে দগ্ধ হয়ে মারা যায় এই দম্পতির একমাত্র সন্তান রুশদী। জান্নাতুল ফেরদৌসীর মৃত্যুর পর ওই অগ্নিকাণ্ডে এ পর্যন্ত চারজনের মৃত্যু হলো।

গত ২৭ ফেব্রুয়ারি রাজধানীর নিউ ইস্কাটনে দিলু রোডের একটি পাঁচতলা ভবনে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনার দিন দগ্ধ হয়ে মারা যান আব্দুল কাদের লিটন (৪৫), ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী আফরিন জান্নাত জুথি (১৭) এবং শিশু রুশদী (৫)।

আব্দুল কাদের বায়িং হাউসে চাকরি করতেন। তিনি ভবনটির নিচতলায় থাকতেন। আফরিন জান্নাত জুথি রাজধানীর ভিকারুন্নেসা নুন স্কুল অ্যান্ড কলেজের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ছিলেন। আর রুশদী (৪) কালের কণ্ঠ'র প্রেসে কর্মরত কে এম শহীদ উল্লাহর নাতি।

দগ্ধ হয়ে শেখ হাসিনা বার্ন ইন্সটিটিউটে চিকিৎসাধীন ছিলেন শহীদুল কিরমানি রনি ও তাঁর স্ত্রী জান্নাতুল ফেরদৌস। তাঁদের মধ্যে আজ মারা গেলেন জান্নাতুল ফেরদৌস। আগুনে তাঁর শরীরের ৯৫ শতাংশ পুড়ে যায়। বার্ন ইন্সটিটিউটের আইসিইউ-তে এখনো চিকিৎসাধীন স্বামী শহীদুল কিরমানি রনি। তাঁর শরীরের ৪৫ শতাংশ দগ্ধ।

শহীদুল কিরমানী রনি ভিআইপিবি অ্যাসেট ম্যানেজম্যান্ট কম্পানিতে চিফ অপারেটিং অফিসার হিসেবে রয়েছেন। তাঁর বাবা এ কে এম শহীদ উল্লাহ দৈনিক কালের কণ্ঠ'র সিনিয়র প্রডাকশন ম্যানেজার হিসেবে কর্মরত। দুই ভাই ও এক বোনের মধ্যে রনি বড়। তাঁর স্ত্রী জান্নাতুল বেক্সিমকো কম্পানির অ্যাকাউন্টসে চাকরি করতেন। এই দম্পতির সন্তান শিশু রুশদী এজি সার্জ স্কুলে প্লেতে পড়ত।

উপরে