প্রকাশিত : ১ মার্চ, ২০২০ ১৫:২২

কাহালুর পাইকড়ে সরকারি জায়গায় উপর অবৈধ ভবন ভেঙ্গে দিলেন প্রশাসন

কাহালু (বগুড়া) প্রতিনিধি
কাহালুর পাইকড়ে সরকারি জায়গায় উপর অবৈধ ভবন ভেঙ্গে দিলেন প্রশাসন

আজ রোববার বগুড়ার কাহালু উপজেলা পাইকড় ইউনিয়নের আড়োলা (মালিপাড়া) গ্রামে সরকারি জায়গায় উপর অবৈধ ৩টি ভবন  এবং ১টি বাড়ী ভেঙ্গে গুড়িয়ে দিলেন প্রশাসন।

এ সময় উপস্থিত ছিলেন কাহালু উপজেলা নির্বাহী অফিসার মো. মাছুদুর রহমান, বগুড়ার নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসরিন আকতার, কাহালু থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. জিয়া লতিফুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন অফিসার মো. গোলাম মোর্শেদ সহ বগুড়ার ও কাহালু থানার পুলিশ সদস্যবৃন্দ। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, কাহালু উপজেলা পাইকড় ইউনিয়নের আড়োলা মৌজার আর এস নং-১, জে এল নং-২৬, ২২৫৮ দাগের ৩০ শতক সরকারি জায়গার উপরে আড়োলা (মালিপাড়া) গ্রামের মৃতঃ ওসমান আলীর পুত্র সাইফুল ইসলাম, মৃতঃ অভিচরন চন্দ্রের পুত্র অনিল চন্দ্র, যোতিন চন্দ্র ও অর্জিত চন্দ্র জোরপূর্বক সরকারি নিষেধ অমান্য করে অবৈধ ভাবে ভবন ও বাড়ী নির্মাণ করেন।

এ ব্যাপারে কাহালু উপজেলা নির্বাহী অফিসার মো. মাছুদুর রহমান এর সাথে কথা বলা হলে তিনি জানান, সরকারি জায়গায় অবৈধ স্থাপনা সরে নেওয়ার জন্য ৪ বার নোটিশ করার পরও তারা সরকারি আদেশ অমান্য করেন।

উপরে