প্রকাশিত : ২ মার্চ, ২০২০ ১৪:৩১

বগুড়ায় জাতীয় ভোটার দিবস পালিত

ষ্টাফ রিপোর্টার
বগুড়ায় জাতীয় ভোটার দিবস পালিত

‘‘ ভোটার হয়ে ভোট দেব, দেশ গড়ায় অংশ নেব’’ এই শ্লোগানকে সামনে নিয়ে সারা দেশের ন্যায় বগুড়ায় পালিত হলো জাতীয় ভোটার দিবস।

দিবসটি পালন উপলক্ষ্যে আজ সকাল সাড়ে ৯টায় বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ে প্রধান অতিথি জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ বেলুন উড়িয়ে দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পরে এক র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালী শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা বগুড়ার সিনিয়র জেলা নির্বাচন অফিসার মোঃ মাহবুব আলম শাহ্’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগ-এর উপ-পরিচালক সুফিয়া নাজিম, উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুর রহমান, বগুড়া জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার রুহুল আমিন বাবলু, বগুড়া পৌরসভার মেয়র এ্যাড. মাহবুবর রহমান, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আসাদুর রহমান দুলু, উপজেলা চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক প্রমুখ।

সভায় বক্তরা বলেন, দেশে গণতান্ত্রিক ধারা বজায় রাখতে ভোটের কোন বিকল্প নেই। সেই জন্য আমাদের সবাইকে গণতান্ত্রিক ধারা বজায় রাখতে ভোট দিতে হবে। র‌্যালীতে বগুড়ার বিভিন্ন স্কুল কলেজের ছাত্র-ছাত্রীরা অংশ গ্রহণ করে।

 

উপরে