প্রকাশিত : ৩ মার্চ, ২০২০ ১৩:৪০

শিবগঞ্জে জাতীয় ভোটার দিবস পালিত

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি
শিবগঞ্জে জাতীয় ভোটার দিবস পালিত

“ভোটার হয়ে ভোট দেব দেশ গড়ায় অংশ নেব” এ প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় সোমবার বগুড়ার শিবগঞ্জ উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। ২য় বারের মত এ দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালী পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

দিবসটি উপলক্ষে পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলমগীর কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাচন কর্মকর্তা আনিসুর রহমানের পরিচালনায়  এতে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ রিজু।

তিনি বলেন, ভোট বাংলাদেশের একটি নাগরিক অধিকার, আপনি বাংলাদেশের নাগরিক হলে এবং আপনার বয়স ১৮ বা এর বেশি হলে সংশ্লিষ্ট স্থানীয় নির্বাচন অফিসে গিয়ে আপনি সারা বছরই ভোটার হতে পারবেন। ভোটার হোন ভোট আপনার গণতান্ত্রিক অধিকার। ১৮ বছর পূর্ণ হলে ভোটার হতে হবে। ভোটার হলে আপনি  ২২টি সেবা পাবেন। যা আপনার লেখাপড়া,  চাকুরি, বৈবাহিক, চিকিৎসা সেবা ও বিদেশ গমণে নানা বিধ সুবিধা পাবেন।

এতে বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন, পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক, উপজেলা ভাইস চেয়ারম্যান রিজ্জাকুল ইসলাম রাজু, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ আজিজুল হক, সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান মোস্তা।

এসময় উপস্থিত ছিলেন সাবেক কৃষি বিভাগ এর উপ-পরিচালক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক বেলাল, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা  ডা. তারক নাথ কুন্ডু, মৎস্য কর্মকর্তা এমরান হোসেন চৌধুরী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জসিম উদ্দিন, সমবায় কর্মকর্তা নাহিদা সুলতানা, দারিদ্র বিমোচন কর্মকর্তা ইসমাইল হোসেন, প্রধান শিক্ষক আতাউর রহমান মন্ডল, থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান খান প্রমুখ।

উপরে