প্রকাশিত : ৪ মার্চ, ২০২০ ১৬:৫৩

নাটোরের সিংড়ায় বিলদহর বাজারের ক্ষুদ্র ব্যবসায়ীদের দোকান রক্ষার্থে মানববন্ধন

সিংড়া (নাটোর) প্রতিনিধি
নাটোরের সিংড়ায় বিলদহর বাজারের ক্ষুদ্র ব্যবসায়ীদের দোকান রক্ষার্থে মানববন্ধন
আজ বুধবার সকাল ১১ টার দিকে তারা দাঁড়িয়ে মানববন্ধন করে। এসময় তারা প্রভাবশালী একজন ব্যবসায়ীর জন্য বাজারের ২৪ টি দোকান উচ্ছেদের পায়তারা হচ্ছে বলে জানান।
 
জানা যায়, বিলদহর বাজারের মধ্য রড সিমেন্টের জনৈক্য ব্যবসায়ী গিয়াস সম্প্রতি ক্ষুদ্র ব্যবসায়ীদের উচ্ছেদের জন্য উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি আবেদন করেছে।
 
ব্যবসায়ী ও স্থানীয়রা জানায়,  প্রায় ৫০ বছর থেকে ব্যবসা করে আসছে । বাপ দাদার আমল থেকে ব্যবসা করে জীবিকা নির্বাহ করে আসছে।
ব্যবসার উপর ২৪ টি পরিবারের ছেলেমেয়েদের পড়ালেখা এবং তিনবেলা রুজির ব্যবস্থা হয়। অথচ একটি মহল ষড়যন্ত্র করছে।
 
স্থানীয় ইউপি চেয়ারম্যান রশিদুল ইসলাম মৃধা বলেন, তারা আদি ব্যবসায়ী। তাদের উচ্ছেদ করা প্রশ্নই উঠে না। তাদের জন্য বাজার টিকে আছে। একজন ব্যবসায়ীর জন্য অনেকের ক্ষতি করা ঠিক হবে না। তা হতে দেয়া যাবে না।
উপরে