প্রকাশিত : ৪ মার্চ, ২০২০ ১৭:২১

চট্টগ্রাম কারাগারে চালু হচ্ছে ওয়ান স্টপ সার্ভিস

অনলাইন ডেস্ক
চট্টগ্রাম কারাগারে চালু হচ্ছে ওয়ান স্টপ সার্ভিস

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বন্দি এবং তাদের সঙ্গে সাক্ষাৎ করতে আসা দর্শনার্থীদের আরো ভালোভাবে সেবা দিতে আগামী ১৭ মার্চ ওয়ান স্টপ সার্ভিস চালু করা হবে। একই দিনে উদ্বোধন করা হবে একটি আধুনিক অপেক্ষাগার।

আজ বুধবার চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. কামাল হোসেন এসব তথ‌্য জানিয়েছেন।

তিনি বলেছেন, চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বন্দিদের সুযোগ-সুবিধা বাড়ানো হচ্ছে। এবার কারাগারে ওয়ান স্টপ সার্ভিস চালু হবে। এতে বন্দিদের স্বজন বা দর্শনার্থীরা যাবতীয় তথ্য ও সেবা পাবেন। কোনো অভিযোগ থাকলে তা জানাতে পারবেন। একই দিনে কারাগারে অপেক্ষাগার উদ্বোধন হবে। এটি নির্মাণ করেছে একটি বেসরকারি শিল্প গ্রুপ। এ অপেক্ষাগারে রাখা হয়েছে ব্রেস্ট ফিডিং কর্নার।

কামাল হোসেন জানান, মুজিববর্ষ উপলক্ষে কারাগারে তৈরি করা হয়েছে ‘বঙ্গবন্ধু কর্নার’। কারা লাইব্রেরিকে নতুন করে সাজানো হয়েছে। এ লাইব্রেরি ও বঙ্গবন্ধু কর্নার থেকে কারাবন্দিরা বঙ্গবন্ধু এবং বাংলাদেশের ইতিহাস সম্পর্কে জানতে পারবেন।

উপরে