প্রকাশিত : ৫ মার্চ, ২০২০ ১২:৫২

নন্দীগ্রামে আগুনে পুড়ল কৃষকের বসতবাড়ি

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
নন্দীগ্রামে আগুনে পুড়ল কৃষকের বসতবাড়ি

বগুড়ার নন্দীগ্রাম পৌর শহরের গুন্দইল গ্রামে কৃষকের বসতবাড়িতে আগুন লেগে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে প্রায় ২ লাখ টাকার মালামাল ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

বুধবার বিকালে কৃষক অমূল্য সরকারের বাড়িতে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, বুধবার বিকালে  কৃষক অমূল্য সরকারের বাড়ীর  বৈদ্যুতিক তারথেকে আগুনের সূত্রপাত হয়। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান  বসত বাড়ি ঘর জ্বালাতে শুরু করে। এরপর আগুনের তাপমাত্র বেড়ে গেল আশপাশের লোকজন টের পেয়ে আগুন নিভানোর চেষ্ঠা করে।

এ সংবাদ পেয়ে উপজেলা ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে কৃষক অমূল্য সরকারের তিনটি টিনশেডের ঘর  পুড়ে যায়। এতে ওই কৃষকের প্রায় ২লাখ ক্ষতি হয়েছে।

এ ছাড়া আগুনের লেলিহান শিখায় কৃষক অমূল্য সরকারের ঘরসহ ঘরে থাকা ধান, চাল, কাপড়, আসবাবপত্র পুড়ে প্রায় ২ লাখ টাকার সম্পদ পুড়ে গেছে বলে এলাকাবাসী জানান।

এ বিষয়ে ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা রতন কুমার দেবনাথ বলেন, আগুন লাগার সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানো হয়েছে। বৈদ্যুতিক তার থেকে  আগুন লেগেছে বলে জানা গেছে।

উপরে