প্রকাশিত : ৫ মার্চ, ২০২০ ১৩:০৩

কাহালুতে প্রতারনার দায়ে ভ্রাম্যমান আদালতে ২ ব্যক্তিকে কারাদন্ড

কাহালু (বগুড়া) প্রতিনিধি
কাহালুতে প্রতারনার দায়ে ভ্রাম্যমান আদালতে ২
ব্যক্তিকে কারাদন্ড

বুধবার বিকেলে বগুড়ার কাহালু উপজেলার অন্তাহার বাজারে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ক্রার্চকার্ডের মাধ্যমে জনসাধারণকে প্রতারনার অভিযোগে ২ ব্যক্তিকে আটক করেন ইউএনও।

পরে ভ্রাম্যমান আদালতে প্রত্যেকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদন্ডাদেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কাহালু উপজেলা নির্বাহী অফিসার মো. মাছুদুর রহমান।

কারাদন্ড ব্যক্তিরা হলেন জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার কোলাগুনীপুর গ্রামের হামিদুর রহমানের পুত্র শাহিনুর ইসলাম (৩২) ও একই গ্রামের সবদুল ইসলামের পুত্র সোহাগ (২০)। এ সময় উপস্থিত ছিলেন কাহালু থানার এস আই খায়ের উদ্দিন সহ পুলিশের অন্যান্য সদস্যবৃন্দ। জানা যায়, দন্ডপ্রাপ্ত ব্যক্তিরা অত্র এলাকার গ্রামে গ্রামে গিয়ে ১ শত টাকার বিনিময়ে ক্রার্চকার্ড দিয়ে পণ্য সামগ্রী দেওয়ার নামে জনসাধারণকে প্রতারনা করে আসছিলেন।

 

উপরে