প্রকাশিত : ৫ মার্চ, ২০২০ ১৩:০৭

ছেলে-মেয়েদের মেধার প্রকৃত বিকাশ ঘটাতে হবে: এম পি মোশারফ হোসেন

কাহালু (বগুড়া) প্রতিনিধি
ছেলে-মেয়েদের মেধার প্রকৃত বিকাশ ঘটাতে হবে: এম পি মোশারফ হোসেন

কেন্দ্রীয় জিয়া শিশু কিশোর পরিষদের সহ-সভাপতি, প্রাথমিক গণশিক্ষা মন্ত্রনালয় এর সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও বগুড়া-৪, কাহালু-নন্দীগ্রাম এলাকার সংসদ সদস্য বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মোঃ মোশারফ হোসেন বলেন, বাংলাদেশের ছেলে-মেয়েদের মেধা  আছে তাদের প্রকৃত বিকাশ ঘটাতে হবে। তিনি আরও বলেন, প্রযুক্তির সঠিক ব্যবহার করে শিক্ষার্থীদের নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে। বিশ্বের সাথে তাল মিলিয়ে শিক্ষার মান উন্নয়ন করতে হবে। এ জন্য শিক্ষদেরকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

বুধবার বগুড়ার কাহালুর ডাঃ আব্দুস সোবহান উচ্চ বিদ্যালয়ের বাষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও অত্র বিদ্যালয়ের ২৫ বছর পূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডাঃ আব্দুস সোবহান উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যক্ষ মো. আইনুল হক মন্ডল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাহালু উপজেলা পরিষদের চেয়ারম্যান আল হাসিবুল হাসান কবিরাজ (সুরুজ), উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মো. আব্দুর রশিদ (লালু), উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শফিকুল ইসলাম, কাহালু উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক নেছার উদ্দিন, সাবেক সদস্য সচিব অধ্যক্ষ রফিকুল ইসলাম, অত্র বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আবু তালেব মন্ডল, দাতা সদস্য ডাঃ আব্দুস সোবহান।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আজিজুল হক মেমোরিয়াল ডিগ্রী কলেজের প্রভাষক শাহাবুদ্দিন, ডাঃ আব্দুস সোবহান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল্লাহ আল মতিন, উপ-সহকারি প্রকৌশলী কাওছার হোসেন, পাঁচপীর মাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক সাইফুল ইসলাম (সাঈফ), বগুড়া মোটর শ্রমিক ইউনিয়ন কাহালু থানা শাখার সাধারণ সম্পাদক মেহেদী হাসান মন্ডল সহ অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অন্যান্য সদস্যবৃন্দ, শিক্ষক/শিক্ষিকা, অভিভাবক ও ছাত্র/ছাত্রীবৃন্দ।

 

উপরে