প্রকাশিত : ৬ মার্চ, ২০২০ ১৬:২২

রিজভীর ভূয়সী প্রশংসা মওদুদের

অনলাইন ডেস্ক
রিজভীর ভূয়সী প্রশংসা মওদুদের

দলের জন্য সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর অবদানের ভূয়সী প্রশংসা করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ। বলেছেন, রিজভীর অবদান বিএনপিতে স্মরণীয় হয়ে থাকবে।

আজ শুক্রবার সকালে নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে রিজভীর লেখা 'সময়ের স্বরলিপি' বইয়ের পাঠ উন্মোচন অনুষ্ঠানে মওদুদ এসব কথা বলেন।

বিএনপির অন্যতম শীর্ষ এই নেতা বলেন, ‘এই দলের জন্য বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভীর যে অবদান যে ত্যাগ তা আমাদের কাছে স্মরণীয় হয়ে থাকবে। রিজভী দিনের পর দিন পল্টন অফিসে দিন কাটায়, ভাবিও তাকে সমর্থন দেন, উৎসাহ দেন। না হলে কীভাবে সে এখানে দিন কাটায়।’

মওদুদ বলেন, ‘রিজভীর রক্তে পার্টি অফিস। মানে পার্টি ও দল একেবারে তার ধমনীতে মিশে গেছে। শত অত্যাচার, নিপীড়ন-নির্যাতন, জেল-জুলুমের মধ্যেও কারাবন্দি খালেদা জিয়ার মুক্তির জন্য রাস্তায় নেমে মিছিল করছেন রিজভী। যাদের করার কথা তাদের তো দেখি না। তিনি দলটাকে পাহারা দিচ্ছেন। সময়ের স্বরলিপি লেখার সময় পেলেন কোথায়। রিজভীর এই অবদান এই দলের কোনো নেতাকর্মী কোনদিন ভুলতে পারবে না।’

অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেনও রিজভী প্রশংসা করেন। বলেন, ‘আমি সবসময় চিন্তা করি, রিজভী ভাই এমন একটা মানুষ যিনি ভাবিকে একটুও সময় দেন না। তারপরও ভাবি কিন্তু খুব নিষ্ঠার সঙ্গে সংসার করে যাচ্ছেন। সংসার দেখভাল করছেন এবং হ্যাপি।’

বই প্রসঙ্গে জাহিদ বলেন, ‘আমি এই বইটা পড়তে পারিনি। আমাকে এখানে আসতে বলা হয়েছে। আমি বললাম কেন আসবো? এসে আয়োজন দেখে খুবই ভালো লেগেছে। রিজভী ভাইয়ের ‘সময়ের স্বরলিপি’ আমার মনে হয় উনি একশ ভাগের এক ভাগ স্বরলিপি আকারে লিখেছেন। আশা করি এটা স্বরলিপি চলতেই থাকবে। ১, ২, ৩ আকারে আসবে।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ড. এমাজউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে রুহুল কবির রিজভী ছাড়াও চিত্রনায়ক আশরাফ উদ্দিন উজ্জ্বল, ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল প্রমুখ উপস্থিত ছিলেন।

উপরে