প্রকাশিত : ৭ মার্চ, ২০২০ ১৩:৫৩

দিল্লিতে মুসলমানদের গণহত্যার প্রতিবাদে পঞ্চগড়ে মুসল্লিদের বিক্ষোভ

পঞ্চগড় প্রতিনিধি
দিল্লিতে মুসলমানদের গণহত্যার প্রতিবাদে পঞ্চগড়ে মুসল্লিদের বিক্ষোভ

সম্প্রতি ভারতের দিল্লিতে মুসলামদের গণহত্যা, নির্যাতন ও পবিত্র মসজিদে অগ্নিসংযোগের প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল করেছে মুসল্লিরা।

শুক্রবার জুমআর নামাজের পর পঞ্চগড় জেলা শহরের বিভিন্ন মসজিদ থেকে ছোট ছোট মিছিল নিয়ে পঞ্চগড় শেরে বাংলা পার্কে জড়ো হয় মুসল্লিরা। পরে ইসলামী আন্দোলন বাংলাদেশ পঞ্চগড় জেলা শাখার নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলকারীরা মোদি সরকারের সমালোচনা করে বিভিন্ন স্লোগান দেয়। পরে শেরে বাংলা পার্কে পথসভায় বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ পঞ্চগড় জেলা শাখার সভাপতি মোবাশে্বর হোসেন, সাধারণ সম্পাদক ক্বারী মোহাম্মদ আব্দুল্লাহ, ইসলামী যুব আন্দোলন পঞ্চগড়ের সভাপতি সৈয়দ সুলতান মাহমুদ, সাধারণ সম্পাদক সোহেল রানা, ইসলামী শ্রমিক আন্দোলন পঞ্চগড়ের সভাপতি কামরুল হাসান প্রধান। এ সময় বক্তারা ভারতে মুসলমানদের গণহত্যা, নির্যাতন ও পবিত্র মসজিদে অগ্নিসংযোগের তীব্র নিন্দা জানিয়ে মোদি সরকারকে বিচারের মুখোমুখি করার দাবি জানান। একই সাথে তারা মুজিব বর্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফর বাতিলের দাবি জানান তারা। পরে বিশে^র সকল মুসলিমদের কল্যাণ কামনায় মোনাজাত করা হয়।

 

উপরে