প্রকাশিত : ৭ মার্চ, ২০২০ ১৫:১৬

পদ্মায় নৌকাডুবির কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন

অনলাইন ডেস্ক
পদ্মায় নৌকাডুবির কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন

রাজশাহীর পদ্মা নদীতে বিয়েবাড়ির দুটি নৌকাডুবির ঘটনার কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। রাজশাহীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু আসলামকে আহ্বায়ক করে শুক্রবার জেলা প্রশাসন সাত সদস্যের এই কমিটি করে দিয়েছে।

দুই কর্মদিবসের মধ্যে কমিটিকে দুর্ঘটনার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে বলা হয়েছে।

তদন্ত কমিটিতে পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্র্র্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এবং পুলিশ নৌ-পুলিশ থেকে একজন করে প্রতিনিধি রাখা হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ইতিমধ্যেই কাজ শুরু করেছেন কমিটির সদস্যরা।

জেলা প্রশাসক হামিদুল হক জানান, তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। এখন নিহত প্রত্যেকের পরিবারকে মরদেহ দাফনের জন্য ২০ হাজার টাকা করে দেয়া হচ্ছে। এছাড়া যারা আহত হয়েছেন তাদের চিকিৎসার ব্যয় বহন করা হচ্ছে।

প্রসঙ্গত, রাজশাহীর পদ্মা নদীর ওপারে পবা উপজেলার চরখিদিরপুরে বৌ-ভাত অনুষ্ঠান শেষে বর-কনেকে আনার পথে বৃহস্পতিবার রাত ৭টার দিকে দুটি নৌকা ডুবে যায়। এ ঘটনায় শনিবার দুপুর পর্যন্ত এক শিশুসহ তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। নদীতে এখনও অন্তত ছয়জন নিখোঁজ রয়েছে।

উপরে