প্রকাশিত : ৭ মার্চ, ২০২০ ১৬:১৮

ব্যবসায়ীবান্ধব এলাকা গড়ার প্রতিশ্রুতি মহিউদ্দিনের

অনলাইন ডেস্ক
ব্যবসায়ীবান্ধব এলাকা গড়ার প্রতিশ্রুতি মহিউদ্দিনের

ঢাকা-১০ আসনকে ব্যবসায়ীবান্ধব এলাকা হিসেবে গড়ে তুলতে সব ধরনের ব্যবস্থা নেয়ার প্র‌তিশ্রু‌তি দিয়েছেন উপ‌নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী শফিউল ইসলাম মহিউদ্দিন।

আজ শনিবার ওই এলাকার ১৮নং ওয়ার্ড, এলিফ্যান্ট রোড, বাটা সিগন্যাল থেকে গণসংযোগ শুরু করে এক পথসভায় দেয়া বক্তব্যে এ কথা ব‌লেন তি‌নি।

শফিউল ইসলাম মহিউদ্দিন বলেন, 'বাংলাদেশ আজ সমগ্র বিশ্বে উন্নয়নের রোড মডেল। ঢাকা-১০ আসনের ব্যবসায়ীদের অন্যতম প্রাণকেন্দ্র এলিফ্যান্ট রোড এবং নিউ মার্কেট এলাকা। এই এলাকার ব্যবসায়ীদের সুবিধার্থে আমরা সম্মিলিতভাবে কাজ করবো।’

নিউমার্কেট এলাকায় যানজটের সমস্যার কথা উ‌ল্লেখ করে তি‌নি বলেন, 'আমি নির্বাচিত হতে পারলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মহোদয়ের সাথে সমন্বিতভাবে একটি পরিকল্পনা করবো, যাতে করে এই এলাকার ব্যবসায়ী মহল এবং জনসাধারণের মৌলিক সমস্যাগুলি সমাধান করা যায়।'

নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী নির্ধারিত আইন মেনেই নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন বলে জা‌নিয়ে আওয়ামী লী‌গের প্রার্থী ব‌লেন, 'প্রচারণার সময় যেন কোন ধরনের যানজট এবং সাধারণ জনগণের অসুবিধা না হয়, সেদিকেও বিশেষভাবে নজর রাখছি।'

এ সময় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, নিউমার্কেট থানা আওয়ামী লীগের সভাপতি সভাপতি জসিম উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক মো. হানিফ, ১৮নং ওয়ার্ড কাউন্সিলর ফেরদৌস আলম, ১৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শহিদুল কবীর, সাধারণ সম্পাদক বিপ্লব সরকারসহ নিউমার্কেট থানা যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ ও অন্যান্য অঙ্গসংগঠনের নেতাকর্মী উপ‌স্থিত ছি‌লেন।

উপরে