প্রকাশিত : ৮ মার্চ, ২০২০ ১৩:০৮

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বগুড়ায় র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বগুড়ায় র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

“প্রজন্ম হোক সমতার, সকল নারীর অধিকার’’ এই স্লোগানকে সামনে নিয়ে বগুড়ায় পালিত হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস।

দিবসটি পালন উপলক্ষ্যে বগুড়া জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে আজ রোববার বেলা ১০টায় জেলা প্রশাসন কার্যালয় থেকে এক বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালীতে এনজিও কর্মী ও স্কুল কলেজের শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন।

র‌্যালী শেষে সাতমাথায় মুজিব মঞ্চে মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক শহিদুল ইসলামের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,  জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার তাপস কুমার পাল। এছাড়াও বিভিন্ন নারী নেতৃ বক্তব্য রাখেন।

সভায় বক্তরা বলেন, নারীদের ঘরে রেখে দেশের উন্নয়ন সম্ভব নয়। সেই জন্য দেশের উন্নয়নে নারীদের এগিয়ে আসতে হবে।

 

উপরে