প্রকাশিত : ৮ মার্চ, ২০২০ ১৫:২৪

বঙ্গবন্ধু টানেলের ৫১ শতাংশ কাজ শেষ : কাদের

অনলাইন ডেস্ক
বঙ্গবন্ধু টানেলের ৫১ শতাংশ কাজ শেষ : কাদের

চট্টগ্রামের পতেঙ্গা থেকে আনোয়ারার মধ্যে কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে নির্মাণাধীন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের নির্মাণ কাজ ৫১ শতাংশ সম্পন্ন হয়েছে। অত্যন্ত দ্রুততার সঙ্গে টানেলের কাজ এগিয়ে চলছে এবং নির্দিষ্ট সময়ের মধ্যেই এই কাজ সম্পন্ন হবে।’

আজ রোববার দুপুরে টানেল নির্মাণ কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের বলেন, ‘২০২২ সালের মধ্যে বঙ্গবন্ধু টানেলের কাজ শেষ হবে বলে আমরা আশা করছি। এই প্রকল্পটি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উদ্যোগ। এ উদ্যোগটি বাস্তবায়ন হলে দেশে উন্নয়নের নতুন ধারা উন্মোচিত হবে।’

একই সময়ে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে কাউন্সিলর পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীদের ব্যাপারে জানতে চাওয়া হলে ওবায়দুল কাদের বলেন, ‘বিদ্রোহী কাউন্সিলর প্রার্থীরা বড় কোনো সমস্যা নয়। ঢাকাতেও বিদ্রোহী প্রার্থী ছিলো, চট্টগ্রামেও কেউ বিদ্রোহী হতে চাইলে এ বিষয়ে ঢাকায় একটি কমিটি আছে, বিষয়টি তারা দেখবেন। এ বিষয়ে হস্তক্ষেপ করতে চাইলে তারা করবেন। এছাড়া আজ চটগ্রামে সিনিয়র নেতৃবৃন্দের সাথে বৈঠকে করণীয় ঠিক করা হবে।’

টানেল পরিদর্শনকালে ওবায়দুল কাদের ছাড়াও উপস্থিত ছিলেন— তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি, চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন, চট্টগ্রাম-৮ আসনের সাংসদ মোছলেম উদ্দিন চৌধুরী প্রমুখ।

উপরে