প্রকাশিত : ৮ মার্চ, ২০২০ ১৬:৩৪

নারীর ক্ষমতায়নের যুগে পাপিয়াদের জন্ম দুঃখজনক: নাসিম

অনলাইন ডেস্ক
নারীর ক্ষমতায়নের যুগে পাপিয়াদের জন্ম দুঃখজনক: নাসিম

নারীর ক্ষমতায়নের যুগে পাপিয়ার মতো দুর্বৃত্তের জন্ম হলে নারীর অগ্রযাত্রা অর্থহীন হয়ে যাবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম।

আজ রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাবে আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত আব্দুল জলিলের ৭ম মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।

সাবেক মন্ত্রী নাসিম বলেন, ‘সকালে পত্রিকা খুলে দেখি, আজকে নারী দিবস। আমরা নারীর ক্ষমতায়নে বিশ্বাস করি। বঙ্গবন্ধুকন‌্যা শেখ হাসিনার নেতৃত্বে যেভাবে নারীর ক্ষমতায়ন হয়েছে, তাতে জলে, স্থলে অন্তরিক্ষে আজ নারী।’

সর্বত্র নারীর ক্ষমতায়ন হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘সবক্ষেত্রে নারীর ক্ষমতায়নে আমরা গর্ববোধ করি। শেখ হাসিনা আছেন বলেই, বাংলাদেশ সারা বিশ্বে তৃতীয় স্থান অর্জন করেছে নারীর ক্ষমতায়নে। নারীর মেধাকে, যোগ্যতাকে কাজে লাগিয়েছেন শেখ হাসিনা।’

“আজকে দেশের প্রধানমন্ত্রী নারী, বিরোধী দলের নেত্রী নারী, স্পিকার নারী, কবে রাষ্ট্রপতি নারী হবে সেই অপক্ষোয় আছি। এই জন্য আমরা খুশী হবো, একজন নারী রাষ্ট্রপতি হবে। এই জন্য আমরা খুশি হবো। আমরা মনে প্রানে চাই, একজন নারী রাষ্টপতি হোক।”

মোহাম্মদ নাসিম বলেন, ‘নারীর ক্ষমতায়ন মানে এই যে, নারীর ক্ষমতায়নকে যথেচ্ছা ব্যবহার করা হবে?  আমি নারীর ক্ষমতায়ন অবশ্যই চাই, কিন্তু কোন পাপিয়ার মত দুর্বৃত্তের যেন জন্ম না হয়। তাহলে নারীর ক্ষমতায়ন অর্থহীন হয়ে যাবে। এটা অত্যন্ত দু:খ জনক।’

নারীকে সুরক্ষা দেওয়ার জন্য সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘নারী ক্ষমতায়নের যুগেও নারী নির্যাতন যখন হয়, শিশু নির্যাতন যখন হয়, তার চেয়ে বড় কষ্ট আর কিছু নেই। শেখ হাসিনার আমলে কেন একজন নারী শিশু নির্যাতনের শিকার হবে? আমরা ১৪ দল থেকে প্রতিবাদ করছি। আমি নারী দিবসে অভিভাবক-শিক্ষক সবাইকে অনুরোধ করবো, আপনার মা বোনকে সুরক্ষা দেওয়ার জন্য এগিয়ে আসুন।’

প্রয়াত আব্দুল জলিলের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে মোহাম্মদ নাসিম বলেন, ‘তিনি মন্ত্রী ছিলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন আব্দুল জলিল ভাই। তিনি ছিলেন অমায়িক মানুষ, দলের জন্য নিবেদিত প্রান।’

অভিনেতা হাসান ইমামের সভাপতিত্বে আলোচনা সভায় তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হোসেন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাখাওয়াত হোসেন শফিক, অভিনেত্রী মৌসুমি, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুন সরকার রানা প্রমুখ বক্তব্য রাখেন।

উপরে