প্রকাশিত : ৮ মার্চ, ২০২০ ১৭:০৩

বর্তমান সরকার মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে এগিয়ে নিতে নিরলস ভাবে কাজ করছে: মজিবর রহমান মজনু

কাহালু (বগুড়া) প্রতিনিধি
বর্তমান সরকার মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে এগিয়ে নিতে নিরলস ভাবে কাজ করছে: মজিবর রহমান মজনু

বগুড়া জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো.মজিবর রহমান মজনু বলেছেন, বর্তমান সরকারের  মাননীয় প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে এগিয়ে নিতে নিরলস ভাবে কাজ করছে। ষড়যন্ত্র কারীরা ১৯৭৫ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করে মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃতি করতে  চেয়েছিল।

আওয়ামীলীগ সরকার ক্ষমতায় এসে দেশের প্রতিটি উপজেলার ১টি করে মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ প্রতিষ্ঠিত করেছে। আজকের শিক্ষার্থীরা আগামী দিনে মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে এগিয়ে নিয়ে যাবে।

আজ রোববার বগুড়ার কাহালু মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন তিনি। বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র স্কুল এন্ড কলেজের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. মোজাম্মেল হক। অনুষ্ঠানে বরেণ্য অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ প্রকল্পের নির্বাহী পরিচালক বীর মুক্তিযোদ্ধা প্রফেসর মো. আব্দুল মান্নান সরকার। 

কাহালু মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. ফেরদৌস আলম খান এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাহালু উপজেলা চেয়ারম্যান আল হাসিবুল হাসান কবিরাজ (সুরুজ), উপজেলা নির্বাহী অফিসার মো. মাছুদুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও কাহালু পৌরসভার মেয়র আলহাজ্ব মো. হেলাল উদ্দিন কবিরাজ, কাহালু থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. জিয়া লতিফুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক  মো. আব্দুল মান্নান।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলন বগুড়া জেলা আওয়ামীলীগের সাবেক দপ্তর সম্পাদক এ্যাডঃ জাকির হোসেন নবাব, বগুড়া জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সুজ্জাত আলী, কাহালু উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব ডাঃ আব্দুল হাকিম, নারহট্র ইউ পি চেয়ারম্যান রুহুল আমিন তালুকদার বেলাল, কাহালু পৌরসভার সাবেক প্যানেল মেয়র মানিক উদ্দিন কবিরাজ, বীরমুক্তিযোদ্ধা আব্দুল হামিদ সহ বীরমুক্তিযোদ্ধাগন, অত্র স্কুল এন্ড কলেজের শিক্ষক/শিক্ষকা, অভিভাবক ও ছাত্র/ছাত্রীবৃন্দ।

উপরে