প্রকাশিত : ৯ মার্চ, ২০২০ ১৭:০৭

বিশ্বের সবাই ম‌্যানেজ করছে, আমরাও পারব: স্বাস্থ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক
বিশ্বের সবাই ম‌্যানেজ করছে, আমরাও পারব: স্বাস্থ্যমন্ত্রী

‘করোনাভাইরাস নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। সারাবিশ্বে এটি হয়েছে, তারা ম্যানেজ করছে। আমরাও পারব’- বলে মন্তব‌্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

আজ সোমবার বেলা ৪টায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘করোনাভাইরাস সংক্রান্ত বিষয়ে’ এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এর আগে বেলা ৩টায় একই স্থানে এ বিষয়ে সিনিয়র সচিব/সচিব পর্যায়ের একটি আন্তঃ মন্ত্রণালয় জরুরি বৈঠক হয়।

স্বাস্থ‌্যমন্ত্রী জানান, দেশবাসীকে জমায়েত এড়িয়ে চলতে হবে। স্কুল-কলেজের অভিভাবকরাও জমায়েত এড়িয়ে চলতে অনুরোধ করা হচ্ছে।

তিনি বলেন, ‘করোনাভাইরাস যখন বিশ্বের বিভিন্ন দেশে ধরা পড়ে, তখনই প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমরা প্রস্তুতি নিতে শুরু করি। এছাড়া চীন থেকে ছাত্রদের এনে আমরা কোয়ারেন্টাইনে রাখি। ভাইরাসটি যেনো আমাদের ছড়িয়ে না পড়ে, সেজন‌্য কাজ করেছে মন্ত্রণালয়।’ 

সংবাদ সম্মেলনে স্বাস্থ‌্য সচিব আসাদুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উপরে