প্রকাশিত : ৯ মার্চ, ২০২০ ১৭:২৩

যশোর-৬ আসনের উপ-নির্বাচনে প্রতীক বরাদ্দ

অনলাইন ডেস্ক

যশোর-৬ আসনের উপ-নির্বাচনে প্রতীক বরাদ্দ

যশোর-৬ আসনের উপ-নির্বাচনের প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। আজ সোমবার সকালে জেলা নির্বাচন অফিসে প্রার্থী ও তাদের প্রতিনিধিদের হাতে প্রতীক তুলে দেন নির্বাচন কর্মকর্তা হুমায়ুন কবীর।

যশোর-৬ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির তিন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আওয়ামী লীগ মনোনীত প্রার্থী দলটির যশোর জেলা কমিটির সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারের পক্ষে  কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা, বিএনপির প্রার্থী আবুল হেসেন আজাদ ও জাতীয় পার্টির প্রার্থী হাবিবুর রহমান নিজে প্রতীক গ্রহণ করেন।

যশোর-৬ আসনের সংসদ সদস্য ও সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক গত ২১ জানুয়ারি মারা গেলে এ আসনটি শূন্য হয়।

উপরে