প্রকাশিত : ১০ মার্চ, ২০২০ ১৩:০৯

কৃষক সমাজকে সুসংগঠিত করতে পারলেই সোনার বাংলা বিনির্মান করা সম্ভব

ষ্টাফ রিপোর্টার
কৃষক সমাজকে সুসংগঠিত করতে পারলেই সোনার বাংলা বিনির্মান করা সম্ভব

যে দেশে শতকরা ৭০জন মানুষ কৃষির সাথে জড়িত, সেই দেশে কৃষকের ভাগ্যোন্নয়নে জননেত্রী শেখ হাসিনার সরকার কৃষিকে আধুনিকায়নের মাধ্যমে এর বিপ্লব ঘটিয়েছেন। কৃষক সমাজকে সুসংঘটিত করতে পারলেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সোনার বাংলা বিনির্মান করা সম্ভব। এ জন্য কৃষকলীগের নেতাকর্মীদের ঐক্যবধ্য হয়ে কাজ করতে হবে।

সোমবার বিকেলে দুপচাঁচিয়া উপজেলা কৃষকলীগের আহবায়ক আবু তাহের রানার সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক মেহেদী হাসান সজলের পরিচালনায় উপজেলা কৃষকলীগের বিশেষ বর্ধিত সভায় বগুড়া জেলা কৃষকলীগের সভাপতি আলমগীর বাদশা প্রধান অতিথি হিসাবে এ কথা বলেন।

উক্ত অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল হক মঞ্জু। বিশেষ অতিথি হিসাবে জেলা কৃষকলীগের সহসভাপতি আনোয়ার পারভেজ বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক বাদল রহমান, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান মানিক, দুপচাঁচিয়া উপজেলা আ’লীগের সিনিয়র সহসভাপতি আমিনুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদুল হক, সাংগঠনিক সম্পাদক তৌহিদুল হোসেন মহলদার, মহসীন আলী, প্রচার সম্পাদক মোমিনুর রহমান তালুকদার পলাশ, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সাংবাদিক এম, সরওয়ার খান, উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক আশরাফ আলী উপস্থিত ছিলেন।

এছাড়াও দুপচাঁচিয়া সদর ইউনিয়ন কৃষকলীগের সভাপতি ওয়াহেদ আলী, গোবিন্দপুর ইউনিয়ন কৃষকলীগের সভাপতি শহীদুল ইসলাম, দুপচাঁচিয়া পৌর কৃষকলীগের সভাপতি উজ্জল হোসেন, সাধারণ সম্পাদক আব্দুস সালাম, তালোড়া পৌর কৃষকলীগের সভাপতি সেকেন্দার আলী উপস্থিত ছিলেন।

উপরে