প্রকাশিত : ১২ মার্চ, ২০২০ ১২:৫৯

নন্দীগ্রামে জন্ম নিলো দুই মাথাওয়ালা বাছুর

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
নন্দীগ্রামে জন্ম নিলো দুই মাথাওয়ালা বাছুর

বগুড়ার নন্দীগ্রাম উপজেলার পল্লীতে এক গাভী দুই মাথা ও তিন কান বিশিষ্ট একটি বাছুর প্রসব করেছে।

বুধবার সকালে উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের কাথম গ্রামের কৃষক নিজাম উদ্দিনের বাড়িতে এ ঘটনা ঘটে। এই ঘটনার পর এলাকায় আলোড়ন সৃষ্টি হয়েছে।

জানা গেছে, কৃষক নিজাম উদ্দিনের নিজবাড়িতে সকালে তার গাভীটি দুই মাথা ও তিন কান বিশিষ্ট বাছুরটি প্রসব করে। কিন্তু প্রসবের কয়েক ঘন্টা পর বাছুরটি মারা যায়। সেই বাছুরটি দেখার জন্য এলাকার শত শত উৎসুক মানুষ তার বাড়িতে ভিড় করেন।

কৃষক নিজাম উদ্দিন বলেন, বাছুরটির সবকিছুই ঠিক ছিল, শুধু এশটির স্থলে দুইটি মাথা, দুইটির স্থলে তিনটি কান ছিল। ভাটগ্রাম ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য আলহাজ্ব বুলু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এ প্রসঙ্গে উপজেলা প্রাণি সম্পদ অফিসার ডা. অরুনাংশু মন্ডল বলেন, বিষয়টি শুনেছি। গাভীর ডিম্বানুর মধ্যে দুটি শুক্রাণু প্রবেশ করলে এমনটি হতে পারে।

 

উপরে