প্রকাশিত : ১২ মার্চ, ২০২০ ১৫:০৪

গোপালগঞ্জে রনি হত্যা মামলায় আরো ১১ জন গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

গোপালগঞ্জে রনি হত্যা মামলায় আরো ১১ জন গ্রেপ্তার

গোপালগঞ্জে সাবেক ইউপি মেম্বারের করা গুলিতে এসএসসি পরীক্ষার্থী রনি হাওলাদার নিহতের ঘটনায় ১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার ভোরে গোপালগঞ্জ সদর উপজেলার বনগ্রামের বিভিন্ন স্থান থেকে এদের গ্রেপ্তার করা হয়।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম জানান, স্কুলছাত্র রনি হাওলাদার গুলিবিদ্ধ হয়ে নিহত হবার ঘটনায় ২৪ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলার আসামিরা বনগ্রামে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়।

এ সময় ওই গ্রামের বিভিন্ন স্থান থেকে ১১জনকে গ্রেপ্তার করা হয় বলে জানান তিনি। এর আগে এ মামলায় আরো ৪ জনকে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে এ হত্যা মামলায় ২৪ আসামির মধ্যে ১৫ জনকেই গ্রেপ্তার করতে পেরেছে পুলিশ।

প্রসঙ্গত, গত ৩০ জানুয়ারি গোপালগঞ্জে শেখ ও মোল্লা বংশের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় সাবেক ইউপি মেম্বার আজিজুল শেখ বন্দুক দিয়ে গুলি ছুড়লে এসএসসি পরীক্ষার্থী রনি হাওলাদার গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যান।

উপরে