প্রকাশিত : ১২ মার্চ, ২০২০ ১৬:৫৪
বগুড়ার শেরপুরে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এমপি সিরাজ

জাতিকে এগিয়ে নিতে মান সম্মত শিক্ষার প্রয়োজন: এমপি সিরাজ

শেরপুর (বগুড়া) প্রতিনিধি
জাতিকে এগিয়ে নিতে মান সম্মত শিক্ষার প্রয়োজন: এমপি সিরাজ

বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব গোলাম মোহাম্মাদ সিরাজ বলেছেন, জাতীকে এগিয়ে নিতে মান সম্মত শিক্ষার প্রয়োজন। শুধুমাত্র শিক্ষার হার বাড়িয়ে জাতীর কোন উপকার হবে না। বর্তমান শিক্ষা ব্যবস্থায় শুধু শিক্ষিত বেকারের সংখ্যা বাড়ছে। তাই এ বিষয়ে সরকারকে এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে।

আজ বৃহস্পতিবার জেলার শেরপুর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ধনকুন্ডি শাহনাজ সিরাজ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

অত্র বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি গোলাম মাহবুব সরকার প্যারিসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ওই বিদ্যালয়ের দাতা সদস্য গোলাম রহমান শহিদ, সমাজ সেবক শাহ মো. সেলিম রেজা, শাহ মোঃ মাহমুদুর রহমান জনি, বিশিষ্ট শিল্পপতি মো. শাহাদৎ হোসেন কিরণ, সমাজ সেবা অধিদপ্তরের রাজশাহী বিভাগের সাবেক অতিরিক্ত পরিচালক মো. শহিদুল ইসলাম খান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফরোজা বুলবুল, সহকারী প্রধান শিক্ষক খান মোঃ জাহাঙ্গীর মুজিব, শিক্ষক আব্দুস সালাম সরকার, মোছাঃ আমিনা খাতুন প্রমুখ।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও ডিসপ্লে পরিবেশন করেন। শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি আলহাজ্ব গোলাম মোহাম্মদ সিরাজ এমপি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

উপরে