প্রকাশিত : ১২ মার্চ, ২০২০ ১৭:০৬

করোনা মোকাবিলায় সহায়তা দিতে প্রস্তুত জাপা

অনলাইন ডেস্ক
করোনা মোকাবিলায় সহায়তা দিতে প্রস্তুত জাপা

জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা বলেছেন, করোনাভাইরাসের উদ্ভুত পরিস্থিতি মোকাবিলায় সরকারকে সহযোগিতা করতে আমরা প্রস্তুত। আজ বৃহস্পতিবার এরশাদের বনানী কার্যালয়ে অনুষ্ঠিত জাতীয় পার্টির প্রেসিডিয়াম সভা শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।

মসিউর রহমান রাঙ্গা বলেন, আমাদের পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের ইতিমধ্যে দলের চিকিৎসক এবং নেতা-কর্মীদের সঙ্গে এ বিষয়ে (করোনাভাইরাস পরিস্থিতি) বৈঠক করেছেন।  আমাদের পক্ষ থেকে সরকারকে করোনা মোকাবিলায় সব ধরনের সহায়তা করতে চাই।

করোনাভাইরাস সংক্রমিতদের যেন সরকারি খরচে যথাযথ চিকিৎসার ব্যবস্থা করা হয়—এ দাবি জানান জাপা মহাসচিব। এছাড়া প্রেসিডিয়াম সভায় জাপার গঠনতন্ত্র, উপ—নির্বাচন, মুজিববর্ষ এবং হুসেইন মুহম্মদ এরশাদের জন্মদিনসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

জাপা চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সিনিয়র কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ এমপি, কো-চেয়ারম্যান জিয়া উদ্দিন আহমেদ বাবলু, মুজিবুল হক চুন্নু, অ্যাডভোকেট সালমা ইসলাম, প্রেসিডিয়াম সদস্য আলহাজ সাহিদুর রহমান টেপা, সৈয়দ মোহাম্মদ আব্দুল মান্নান, সুনীল শুভরায়, এস এম ফয়সল চিশতী, মীর আব্দুস সবুর আসুদ, হাজি সাইফুদ্দিন আহমেদ মিলন, আজম খান, সোলায়মান আলম শেঠ, আব্দুর রশীদ সরকার,  সফিকুল ইসলাম সেন্টু, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, রেজাউল ইসলাম ভূঁইয়া, নাজমা আখতার এমপি, আব্দুস সাত্তার মিয়া, আলমগীর সিকদার লোটন, এমরান হোসেন মিয়া, মেজর (অব.) রানা মোহাম্মদ সোহেল, নাসির উদ্দিন মাহমুদ, মো. জহিরুল ইসলাম, আদেলুর রহমান আদেল, অধ্যক্ষ রওশন আরা মান্নান প্রমুখ।

উপরে