প্রকাশিত : ১২ মার্চ, ২০২০ ১৭:৩৯

পঞ্চগড়ে আনুষ্ঠানিক পরিচ্ছন্নতা অভিযান শুরু

পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ে আনুষ্ঠানিক পরিচ্ছন্নতা অভিযান শুরু

মুজিববর্ষ উদযাপন উপলে ‘পরিচ্ছন্ন গ্রাম-পরিচ্ছন্ন শহর’ কর্মসূচির আওতায় সারা দেশের মত পঞ্চগড়েও আনুষ্ঠানিকভাবে শুরু হলো বিশেষ পরিচ্ছন্নতা অভিযান। গতকাল বৃহষ্পতিবার সকালে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই কর্মসূচির উদ্বোধন করেন।

ভিডিও কনফারেন্স শেষে জেলা প্রশাসক সবিনা ইয়াসমিনের নেতৃত্বে জেলা প্রশাসক কার্যালয়ের আশপাশে পরিচ্ছন্নতা অভিযানে ঝাড়ু হাতে নিয়ে পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী, সিভিল সার্জন ফজলুর রহমান, পৌর মেয়র তৌহিদুল ইসলাম প্রতিকী পরিচ্ছন্নতা অভিযান অংশ নেন।

এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের স্কাউটস, সেচ্ছাসেবী সংগঠনসহ পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীরা অংশ নেন। পরে আধুনিক সদর হাসপাতাল এলাকাসহ পৌরসভা এলাকার বিভিন্ন স্থানে এই অভিযান পরিচালিত হয়।

উপরে