প্রকাশিত : ১৩ মার্চ, ২০২০ ১৫:৫৬

আত্রাইয়ে মাছ শিকারের দায়ে ৬জনের কারাদন্ড

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
আত্রাইয়ে মাছ শিকারের দায়ে ৬জনের কারাদন্ড

নওগাঁর আত্রাইয়ে সরকারি পুকুরে গভীর রাতে সবার অজান্তে মাছ ধরে বিক্রির অপরাধে ৬জনকে সাজা প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত। সাজাকৃতরা হলো, উপজেলার মালিপুকুর গ্রামের মফিজ উদ্দিনের ছেলে আলী সরদার (৩০) ডুবাই গ্রামের তাহের আলীর ছেলে আতাব আলী (২৮) বৈঠাখালী গ্রামের আব্দুল করিমের ছেলে আব্দুল মতিন (৩৪) সমসপাড়া গ্রামের ফজু প্রামানিকের ছেলে জাকির হোসেন (৩৩) ক্ষুদ্রবিশা গ্রামের হাইদার আলীর ছেলে তোতা প্রামানিক (২৮) ও একই গ্রামের হারান সরকারের ছেলে আমিন আলী (৩৭)।

জানা যায়, বেশ কিছু দিন ধরে উপজেলার  বিশা গ্রামের সরকারী পুকুরে রাতের আঁধারে  একটি অসাধু চক্র মাছ শিকার করে তা আবার বিক্রয় করে আসছে । তারই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত গভীর রাতে ঐ এলাকায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ছানাউল ইসলাম, এসিল্যান্ড আরিফ মুর্শেদ মিশু ও ওসি তদন্ত গোলাম মোস্তফা সঙ্গীয় ফোর্সসহ রাতভর অভিযান চালিয়ে বিপুল পরিমান মাছসহ তাদের সবাইকে আটক করে। পরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে সকলকে পনের দিন করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

উপরে