প্রকাশিত : ১৪ মার্চ, ২০২০ ২১:৩২

শিক্ষার্থীদের সুস্থ শরীর ও মন গঠনে নিয়মিত খেলাধুলা করতে হবে: এম পি মোশারফ হোসেন

কাহালু (বগুড়া) প্রতিনিধি
শিক্ষার্থীদের সুস্থ শরীর ও মন গঠনে নিয়মিত খেলাধুলা করতে হবে: এম পি মোশারফ হোসেন

কেন্দ্রীয় জিয়া শিশু কিশোর পরিষদের সহ-সভাপতি, প্রাথমিক গণশিক্ষা মন্ত্রনালয় এর সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও বগুড়া-৪,কাহালু-নন্দীগ্রাম এলাকার সংসদ সদস্য বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মো. মোশারফ হোসেন বলেন, শিক্ষার্থীদের সুস্থ শরীর ও মন গঠনে নিয়মিত খেলাধুলা করতে হবে। শুধু তাই নয় শিক্ষার্থীদের মেধা বিকাশের জন্য প্রয়োজন শরীর ও মন। তিনি আরও বলেন, যে জাতি যত শিক্ষিত সেই জাতি তত উন্নত। শনিবার বগুড়ার কাহালুর নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন তিনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও নারহট্র ইউ পি সদস্য মো. হাবিবুর রহমান মীর। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা ছাত্রলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও কাহালু উপজেলা পরিষদের চেয়ারম্যান আল হাসিবুল হাসান কবিরাজ (সুরুজ), উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও কাহালু পৌরসভার মেয়র আলহাজ্ব মো. হেলাল উদ্দিন কবিরাজ, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো. নেছার উদ্দিন, কাহালু উপজেলা শিক্ষা কমিটির বিদ্যুৎসাহী সদস্য ও নারহট্র ইউ পির চেয়ারম্যান পদপ্রার্থী মো. আব্দুল মোমিন, বিশিষ্ট ব্যবসায়ী ও নারহট্র ইউ পির চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মো. আব্দুর রহিম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাহালু পৌর কাউন্সিলর ও পৌর বিএনপির যুগ্ম আহবায়ক মো. ফেরদৌস আলম, বিএনপিনেতা ফরিদুর রহমান ফরিদ, আনিছার রহমান আনিছ, তোফাজ্জল হোসেন আজাদ, আলহাজ্ব আব্দুল করিম, মোহাম্মাদ আলী তালুকদার মতিন, আলহাজ্ব আব্দুল মান্নান তালুকদার পুটু, আব্দুল ওয়াহেদ, ইদ্রিস আলী, হেলাল উদ্দিন, সাইফুল ইসলাম, যুবদলনেতা জিল্লুর রহমান, আজাদ তালুকদার, মিলন সরদার, আব্দুল করিম, উপজেলা কৃষকদলের আহবায়ক প্রভাষক মো. শাহাবুদ্দিন, পৌর ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মাদ আলী সুমন, বগুড়া জেলা ছাত্রদলের সদস্য রাকিব ইমতিয়াজ (শাওন). ছাত্রদলনেতা আজিজুল হাকিম, আবু জ্বর আল গেফারী, সোহাগ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ,ম্যানেজিং কমিটির সদস্য বেলাল হোসেন, আব্দুল হান্নান, মোছা. মাহফুজা সহ শিক্ষক/শিক্ষিকা, অভিভাবক ও ছাত্র/ছাত্রীবৃন্দ।

উপরে