প্রকাশিত : ১৫ মার্চ, ২০২০ ১৫:৫২

নেতাকর্মীদের সকল ভেদাভেদ ভুলে গিয়ে তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করতে হবে: এম পি মোশারফ

কাহালু (বগুড়া) প্রতিনিধি
নেতাকর্মীদের সকল ভেদাভেদ ভুলে গিয়ে তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করতে হবে: এম পি মোশারফ

কেন্দ্রীয় জিয়া শিশু কিশোর পরিষদের সহ-সভাপতি, প্রাথমিক গণশিক্ষা মন্ত্রনালয় এর সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও বগুড়া-৪, কাহালু-নন্দীগ্রাম এলাকার সংসদ সদস্য বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মো. মোশারফ হোসেন বলেন, সকল ভেদাভেদ ভুলে গিয়ে তুণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করতে হবে।

তিনি আরও বলেন, বিএনপি মানে বেগম খালেদা জিয়া, বিএনপি মানে তারেক রহমান। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমান যে সিদ্ধান্ত দিবে সেই সিদ্ধান্ত মোতাবেক আমরা চলবো। বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির অন্দোলন বেগমান এবং বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরে আনার জন্য নেতাকর্মীদের সকল ভেদাভেদ ভুলে গিয়ে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধভাবে তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে।

গত শনিবার রাত সাড়ে ১০ টায় বগুড়ার কাহালু পৌর এলাকায় জয়সারা গ্রামে পৌর ৭ নম্বর ওয়ার্ড বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন তিনি। সম্মেলনে সভাপতিত্ব করেন কাহালু পৌর বিএনপির আহবায়ক মো. দেলোয়ার হোসেন (বাদল)। কাহালু পৌর বিএনপির সাবেক আহবায়ক মো. আনিছার রহমান আনিছ এর সঞ্চালনায় দ্বি-বার্ষিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কাহালু পৌর বিএনপির যুগ্ম আহবায়ক ও পৌর কাউন্সিলর ফেরদৌস আলম, কাহালু উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো. নেছার উদ্দিন, সাবেক আহবায়ক কাজী আব্দুর রশিদ, সাবেক সভাপতি ফরিদুর রহমান ফরিদ, পৌর বিএনপির সাবেক সভাপতি ফরিদ উদ্দিন ফকির, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, সাবেক সদস্য সচিব অধ্যক্ষ রফিকুল ইসলাম, সাবেক যুগ্ম আহবায়ক তোফাজ্জল হোসেন আজাদ, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক প্রভাষক হাফিজার রহমান (বাবু), বিএনপিনেতা আলহাজ্ব মো. আব্দুল মান্নান (ভাটা), কাহালু পৌর কাউন্সিলর শাহজাহান আলী, রশিদা আকতার (বাবলী), ইউসুফ আলী।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুবদলনেতা জিল্লুর রহমান, খোকন খান, পারভেজ আলম, শাহিনুর ইসলাম, মিলন সরদার, আব্দুল করিম, উপজেলা কৃষকদলের আহবায়ক প্রভাষক মো. শাহাবুদ্দিন, যুগ্ম আহবায়ক আতিকুল ইসলাম, বগুড়া জেলা ছাত্রদলের সদস্য রাকিব ইমতিয়াজ (শাওন) পৌর কৃষকদলের আহবায়ক রফিকুল ইসলাম, সদস্য সচিব সামছুল আলম, ছাত্রদলনেতা মোহাম্মাদ আলী সুমন, আজিজুল হাকীম, সুলতান, হাবিব, রাকিব, মিরাজ, আল আমিন সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

সম্মেলন শেষে শাহজাহান আলীকে সভাপতি, গোলাম আজমকে সাধারণ সম্পাদক এবং আব্দুল হান্নানকে সাংগঠনিক সম্পাদক করে কাহালু পৌর ৭ নম্বর ওয়ার্ড বিএনপির পূর্নাঙ্গ কমিটি গঠন করা হয়।

উপরে